সিরাতু মোগলতাই বই | Siratu Mogoltai

সিরাতু মোগলতাই বই | Siratu Mogoltai


আব্বাসি খেলাফতকালে রচিত নবীজির সীরাত—

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ছোট-বড় অনেক বই লেখা হয়েছে। প্রত্যেক যুগের মনীষীগণ চেষ্টা করেছেন নিজ নিজ দক্ষতায় নবীজির বরকতময় জীবন পাঠকদের সামনে মেলে ধরতে। এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না আব্বাসি খেলাফতকালের ইমাম আলাউদ্দিন মোগলতাই ইবনু কালিজ রাহিমাহুল্লাহ। সিরাতু মোগলতাই তাঁর রচিত সেই সিরাতগ্রন্থ। 

.

বইটি সংক্ষিপ্ত হলেও ছোট-বড় অনেক ঘটনাই স্থান পেয়েছে। এমনকি সেসব ঘটনাও স্থান পেয়েছে, যেগুলো সিরাতবিদগণ অপ্রয়োজনীয় ভেবে অনুল্লেখ রেখেছেন। সিরাতের আলোচনায় মতানৈক্যপূর্ণ যে বিষয়গুলো আছে, সেগুলো লেখক পর্যালোচনা করেছেন দলীলের সাথে। পূর্ববর্তী সিরাতবিদগণের অনুধাবনকে লেখক প্রাধান্য দিয়েছে গুরুত্বের সাথে। এক্ষেত্রে তাঁর মূল নির্ভরতা ছিল সিরাতে ইসহাক, ইবনে হিশাম, ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম ও তাবারানির মতো ইতিহাসবিখ্যাত গ্রন্থগুলো।

.

বইটির আকর্ষণীয় দিক হলো, লেখক সিরাতের আলোচনা শেষে কয়েকটি পর্বে নবীজির মুজেজা, সাহিত্যজ্ঞান, তবিয়ত, বিশেষ বিশেষ গুণ, নবীজির স্ত্রী, গোলাম, বাহন, যুদ্ধাস্ত্র—ইত্যাদি শিরোনামে আলোচনা করেছেন। বইয়ের শেষ অংশে খুলাফায়ে রাশেদা, আব্বাসি ও উমাইয়া খলিফাদের জীবনী আলোচনা করেছেন। এখানেও উঠে এসেছে দুর্লভ সব তথ্যাবলি। সবগুলো আলোচনাই ইতিহাসপাঠকদের জন্য অত্যন্ত মূল্যবান।

সিরাতু মোগলতাই

লেখক : ইমাম আলাউদ্দিন মোগলতাই ইবনু কালিজ

প্রকাশনী : হসন্ত প্রকাশন

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.