আবেগে পায়ে হেটে হজ্জ করা যাবে নাকি?

পায়ে হজ্জআবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন আবেগ দিয়ে ইসলাম মানলে চলবে না "পায়ে হেঁটে/সাইকেলে চড়ে হজ্বে যাওয়া বড়ত্ব নয় বরং মুর্খতা" 

এমনটা করা রসুলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লামের নিষেধ করেছেন, এবং অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ নাই। 

بَاب مَنْ نَذَرَ الْمَشْيَ إِلَى الْكَعْبَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ أَخْبَرَنَا الْفَزَارِيُّ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ قَالَ حَدَّثَنِي ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ قَالَ مَا بَالُ هَذَا قَالُوا نَذَرَ أَنْ يَمْشِيَ قَالَ إِنَّ اللهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّ وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ

 আনাস (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধ ব্যক্তিকে তার দুই ছেলের উপর ভর করে হেঁটে যেতে দেখে বললেনঃ তার কী হয়েছে? তারা বললেন, তিনি পায়ে হেঁটে হাজ্জ করার মানত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ লোকটি নিজেকে কষ্ট দিক আল্লাহ তা‘আলার এর কোন দরকার নেই। অতঃপর তিনি তাকে সওয়ার হয়ে চলার জন্য আদেশ করলেন।

১৮৬৫ সহিহ বুখারী।

তারপরেও বর্তমান আলোচিত লোকটার দাড়ি নাই যেখানে দাড়ি রাখাও সুন্নাতে মুয়াক্কাদা যা প্রায় ওয়াজিবের কাছাকাছি। 

আল্লাহ তায়ালা বলেন।

﴿مَّن يُطِعِ ٱلرَّسُولَ فَقَدۡ أَطَاعَ ٱللَّهَۖ وَمَن تَوَلَّىٰ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظٗا ٨٠﴾ [النساء: ٨٠]


“যে রাসূলের আনগত্য করলো, সে আল্লাহরই আনগত্য করলো। আর যারা মুখ ফিরিয়ে নেয় আমরা আপনাকে তাদের ওপর রক্ষক নিযুক্ত করি নি”। [সূরা আন-নিসা, আয়াত: ৮০]

 এবং পোশাক টাখনুর নিচে। টাখনুর নিচে পোশাক পরিধান সম্পর্কিত হাদিসে এসেছে

«مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ»


“টাখনুর নিচে কাপড়ের যেটুকু থাকবে তা জাহান্নামে যাবে”

-সুনান নাসাঈ, হাদীস নং ৫৩৩০; মুসনাদে আহমদ, হাদীস নং ২০১৮০

 তার এই পায়ে হেটে হজ্ব করতে যাওয়া রেকর্ড করে  শুধুই লোক দেখানো ছাড়া কিছুই মনে করি না আমি

আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তাওফীক দান করুক, আমিন।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.