ধৈর্যের প্রতিদান কি?

 আর কত, ধৈর্যের তো একটা সীমা আছে তাই না?!💔

একের পর এক সমস্যা লেগেই আছে, আর কত পরীক্ষা দিতে হবে? 

আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু আক্ষেপ আছে, প্রত্যেকের নিজস্ব কিছু অভিযোগ অভিমান আছে; কেউ প্রকাশ করে আর কেউ করে না! তবে আমরা ধৈর্যের প্রতিদান সম্পর্কে জানিনা, জানলে হয়তোবা আক্ষেপ ই করতাম না!

মহান আল্লাহ তা'য়ালা বলেছেন,

হে বিশ্বাসিগণ! তোমরা ধৈর্য ধারণ কর এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা কর। (সূরা আলে ইমরান:২০০)🌸

কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোন হিসাব ছাড়াই। (সূরা যূমার:১০)🖤

নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফলের (ফসলের) লোকসান দ্বারা পরীক্ষা করব; আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। (সূরা বাকারাহ:১৫৫)

❣️

রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফোটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। (বুখারি:৫৬৪১)🌸

যে ব্যক্তি ধৈর্য ধরতে চেষ্টা করবে, আল্লাহ তাকে ধৈর্য ধরতে সাহায্য করবেন। আর ধৈর্যের চেয়ে অধিক উত্তম ও ব্যাপক দান কাউকে দেওয়া হয়নি। 

(হাদিস সম্ভার:১০০২)❤

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.