এম. এ. কাশেম এর জীবনী

এম. এ. কাশেম, আবির হোসেন, Abir Hosen

 এম. এ. কাশেম এর জীবনী

এম. এ. কাশেম খুলনা শহরে হাজী ইসমাইল শাখা সড়কের স্থায়ী অধিবাসী। তিনি ১৯৭৮ ইং সালে তদানীন্তন বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ডিপ-ইন-জুট টেকনোলজী (এ. টি. আই) এবং ১৯৮০ ইং সালে বি. এস সি, ইন টেক্সটাইল টেকনোলজী ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৩ ইং সালে কলেজ অব টেক্সটাইল টেকনোলজীতে লেকচারার (টেক) হিসেবে যোগদান করেন। 

এম. এ. কাশেম এর জীবনী

১৯৮৬ ইং সালে বি. টি. এ. স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের লিড্স বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য গমন করেন। লিডস বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৭ ইং সালে। পিজিডি-ইন-ক্লোদিং টেকনোলজী এবং ১৯৮৮ ইং সালে এম. এস. সি. ইন টেক্সটাইল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন এবং দেশে ফিরে এসে কলেজ অব টেক্সটাইল টেকনোলজীতে শিক্ষকতা ও গবেষণার কাজে। মনোনিবেশ করেন। 

জনাব এম. এ. কাশেম দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল, ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং পঞ্চম জাতীয় কাউন্সিলের কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে ষষ্ঠ জাতীয় কাউন্সিলেরও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। 

১৯৯২ ইং সালে ইউ. এন. ডি. পি. স্কলারশিপ নিয়ে টেক্সটাইলের আধুনিক শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তির উপর জ্ঞান ও অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে দুই মাসের জন্য পুনরায় যুক্তরাজ্যে গমন করেন। 

১৯৯৩ ইং সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক কলেজ অব টেক্সটাইল টেকনোলজীর চীফ ইনস্ট্রাকটর পদে মনোনয়ন লাভ করেন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। 

বর্তমানে তিনি কলেজ অব টেক্সটাইল টেকনোলজীর সহযোগী অধ্যাপক (টেক) হিসেবে কর্মরত আছেন এবং উক্ত কলেজের গার্মেন্টস সেকশনেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের দোয়াপ্রার্থী।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.