আমরা জানি একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।
সাতটি খুব গুরুত্বপূর্ণ অস্বচ্ছ যুক্তবর্ণ যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি—
• ঞ্+জ = ঞ্জ
• জ্+ঞ = জ্ঞ
• ক্+ষ = ক্ষ
• ক্+ষ্+ম = ক্ষ্ম
• হ্+ম = হ্ম
• হ্+ন = হ্ন
• হ্+ণ = হ্ণ