সুরাহ কাহাফ পড়ে শেষ করার সহজ উপায় কি?

প্রতি শুক্রবার আসলেই নিউজফীড ভরে যায় সুরাহ কাহাফ পড়ার রিমাইন্ডার দিয়ে, আলহামদুলিল্লাহ।  আমরা জানি সুরাহ কাহাফের প্রথম দশ আয়াত (মতভেদে প্রথম ও শেষ দশ আয়াত) মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তা পাওয়া যাবে। শুক্রবার সুরাহ কাহাফ পাঠ করলে পরের শুক্রবার পর্যন্ত তিলাওয়াতকারীকে নূর দান করা হবে।

সুরাহ কাহাফ পড়ে শেষ করার সহজ কিছু উপায়ঃ

১. সুরাহ কাহাফের ১১০ আয়াতকে তিন ভাগে ভাগ করে ফজর থেকে আসরের প্রতি ওয়াক্তের সলাতের শেষে সুরাহ কাহাফ পড়া। এতে তিন ওয়াক্তের সলাতের শেষে মাত্র ৪০ আয়াত পড়েই শেষ করা যাবে ইন শা আল্লাহ।

২. শুক্রবার মাগরিবের আগে বাইরে কোন প্ল্যান না রাখা। একান্ত যদি বের হতেই হয় তবে পকেট কুরআন সাথে নিয়ে বের হওয়া। সুযোগ পেলেই পড়া শুরু করা।

৩. একটা কলম বা আংগুল দিয়ে প্রতি লাইন পয়েন্ট করে পড়া। এতে লাইন হারিয়ে যায় না, তুলনামূলকভাবে দ্রুত পড়া যায়। তবে এমন দ্রুত কিছুতেই পড়বেন না যে তাজউইদ ভুল হয়ে যায়।

৪. ছোট বাচ্চার মায়েদের জন্য একটা এক্সট্রা সাজেশন। বাসায় ওজু অবস্থায় থাকা এবং হাতে কুরআন ক্যারি করা। শুয়ে বসে সুযোগ পেলেই পড়তে থাকা। শুয়ে কুরআন পড়ায় কোন নিষেধাজ্ঞা নেই আলহামদুলিল্লাহ।

৫. নিয়ত রাখা সুরাহ কাহাফ পড়ে শেষ করার। এতে কোন কারণে শেষ না করতে পারলেও ইখলাসপূর্ণ নিয়তের গুণে আজর পাওয়ার সম্ভাবনা থাকে ইন শা আল্লাহ।
Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.