সপ্তম ক্রুসেডের সময় ফ্রান্সের রাজা নবম লুইস একটি ক্রুসেড হামলায় পরাজিত হয়ে বন্দি হয়। সে কিছু সময় মানসুরায় বন্দি থাকে। কিছুদিন বন্দি থাকার পর তার জাতি মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে নেয়।
বন্দিত্বের সময় সে নিজের ও নিজ জাতির পরিণতি নিয়ে চিন্তা করতে থাকে। জাতির কাছে ফিরে এসে সে তাদেরকে বলে, যদি তোমরা মুসলিমদের পরাজিত করতে চাও তাহলে শুধু অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করো না, কারণ তোমরা এ যুদ্ধে পরাজিত হয়েছ। বরং তাদের বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করো। কারণ সেটাই তাদের শক্তির উৎস।
তার জাতি এই উপদেশ গ্রহণ করে। তাই পরবর্তীতে যখন তারা আবার ইসলামী বিশ্বের সাথে যুদ্ধ করতে আসে, তখন শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং তারা তাদের সাথে সেই নিকৃষ্ট সব উপকরণ নিয়ে আসে, যাকে আমরা বলছি “বুদ্ধিবৃত্তিক আগ্রাসন”।
মুহাম্মাদ কুতুব রহিমাহুল্লাহ।
( ওয়াকিউনাল মুআসির বই থেকে)