লেখাপড়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু স্কিল নিয়ে আমরা আলাপ করবো। তোমরা উপকারি মনে করলে ফেসবুকে শেয়ার করতে পারো। দেখো, ২+২=৪, এটা কি তোমাদের আজ কোনো কাজে লাগে? বা (a+b) হোল স্কয়ারের সূত্র হয়ত সামনে আর কোনোদিন তোমার কাজে নাও লাগতে পারে। কিন্তু এগুলো হলো জানার সেসব সিঁড়ি, যেগুলো পেরিয়ে তোমাকে আসতে হয়েছে। এগুলো তোমার মগজে এমন কিছু নিউরন সিন্যাপ্স তৈরি করেছে, যা আজ তোমার কাজে লাওছে অন্য কোনো ভাবনায়। এজন্য কোনো জ্ঞানই ছোটো না।
আজকে আমরা যে জরুরি স্কিলটা নিয়ে কথা বলব, সেটা হল সামারাইজ করা। আজ থেকে ২০ বছর আগে আমি যে 'সারাংশ লেখ' টাইপ উত্তর লিখেছি, তা আজ আমার কাজে আসে। লেখালেখিতেও কাজে লাগে। বড় হয়ে দেখবে, এই স্কিলটা খুব কাজে লাগছে। একটা অধ্যায় পড়ে সেটা বুঝে নিজের ভাষায় ১ পৃষ্ঠায় লেখা। নট মোর দ্যান ১ পৃষ্ঠা। বা ১ পৃষ্ঠা পড়ে কী বুঝলে তা ৫ লাইনে প্রকাশ করা।
এটা করার অভ্যাস করলে কয়েকটা লাভ:
১। তোমার বুঝাটা মনে গেঁথে যাবে।
২। মুখস্ত ভালো হবে।
৩। অল্প শব্দে বেশি অর্থবোধক কথা লিখতে পারবে।
৪। ভাষার গাঁথুনি সুন্দর হবে।
৫। রিভিশন দিতে সুবিধা হবে।
এখন থেকে প্রতিটা সাবজেক্টে একটা নোটখাতা রাখবে। একটা চ্যাপ্টার পড়ে সারমর্মটা লেখার অভ্যেস করবে।