রিযিক বৃদ্ধি পাবে কিভাব?

রিযিক Rizik


আল্লাহ তাআলা আরো বলেন: “মানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন এভাবে যে, তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। এবং যখন তাকে পরীক্ষা করেন এভাবে যে, তার রিযিক সংকুচিত করে দেন, তখন সে বলে: আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।[সূরা ফজর, আয়াত: ১৫-১৬] 

চারটি জিনিস রিযিক নিয়ে আসে।

যথা:-
(১) রাত জেগে ইবাদত করা।
(২) শেষ রাতে ইস্তিগফার করা।
(৩) সাদাক্বাহ প্রদান করা।
(৪) দিনের শুরু ও শেষে (সকাল-সন্ধ্যায়) যিকর করা।


—ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
[যাদুল মা‘আদ, ৪/৩৭৮]

হারামের সাগরে ডুবে থাকার পরও আল্লাহ যদি কাউকে নিয়ামতের পর নিয়ামত দিতেই থাকেন, তবে সেটা আনন্দের নয়, ভয়ের। এটা খুবই ভয়ংকর একটি বিষয়।
Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.