একটা ট্যুরে যাওয়ার আগেও কতশত প্ল্যানিং করি। কিন্তু আসন্ন রমাদান কে ঘিরে আমাদের তেমন কোনো প্ল্যানিং ই নেই। জীবনের সবকিছুতে আমাদের গুরুত্ব আছে কিন্তু যেই মাস টা সকল মাসের সেরা, যেই মাসের আমল গুলো অন্য সকল মাসের চেয়ে বেশি নেকিময়, যেই মাসটা আত্নশুদ্ধির, যেই মাসটা আমাদের আল্লাহ্র সন্নিকটে নিয়ে যায়। সেই মাস ঘিরে আমাদের কোনো প্ল্যানিং ই নেই।
সারা বছর শয়তান আমাদের আল্লাহ্ বিমুখ করে রাখে। নিজেকে বার বার পরিবর্তন করতে চেয়েও পারিনি। নিজের বদ অভ্যাস গুলোর পরিণামে অনেক অনেক গুনাহ কামিয়েছি, আল্লাহ্র অবাধ্য হয়েছি নাফরমানি করেছি। আর নয়, আসছে রমাদান। পরিবর্তনের মাস। নিজেকে গুছিয়ে নিন আজই।
ঘুরে দাঁড়ান এখুনি।