Posts

ইসলামী চরিত্র ও ইসলামী আচরণবিধি প্রথা ও ঐতিহ্যে পরিণত হওয়া

ইসলামী চরিত্র ও ইসলামী আচরণবিধি প্রথা ও ঐতিহ্যে পরিণত হওয়া ভালো বিষয়। কারণ সমাজ ও নব প্রজন্ম যুগের পর যুগ তা আঁকড়ে রাখে। তারা সহজেই তা গ্রহণ করে এবং কোনো কষ্টকর প্রচেষ্টা ছাড়া সরাসরি তা তাদের মাঝে চর্চিত হয়।

তবে এটা তখনই উত্তম হবে, যদি এতে মূল ঈমানী চেতনার অস্তিত্ব থাকে। যা থেকে এই প্রথা উৎসারিত হয়েছে এবং এর বাস্তব নমুনায় পরিণত হয়েছে। 

কিন্তু যদি এই চেতনা অবশিষ্ট না থাকে এবং মূল ঈমান হারিয়ে যায় যা থেকে সর্বপ্রথম এই  প্রথার উৎপত্তি হয়েছে, তখন  এই প্রথা শুধু ঐতিহ্য রূপে পালিত হয়। 

তখন এসব প্রথা বিলুপ্ত হয়ে যাবে যদি এর সাথে শক্তিশালী কিছু এসে সংঘাতে লিপ্ত হয়। কারণ যুদ্ধে মূলত প্রথা দ্বারা লড়াই হয় না, বরং প্রথার পিছনে সুপ্ত চেতনাই থাকে মূল শক্তি। তাই যদি মূল চেতনা হারিয়ে যায়, তবে অটল থাকতে পারবে না।

তাই আমরা যখন দেখি এসব ঐতিহ্য একের পর এক বিলুপ্ত হয়ে গেছে, যখন শত্রুরা পরিকল্পিতভাবে এর উপর চিন্তা যুদ্ধের হাতিয়ার দ্বারা আক্রমণ করেছে। ইসলামী বিশ্বের সমস্ত দেশ এই যুদ্ধে অর্ধ শতাব্দীর বেশি সময় অবিচল থাকতে সক্ষম হয়নি।*

*ওয়াকিঊনাল মুআসির, মুহাম্মাদ কুতুব রহিমাহুল্লাহ 

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.