অহংকারী ব্যাক্তির কিছু লক্ষণ :
নিজের যোগ্যতা নিজেই প্রকাশ করা এবং নিজের ব্যাপারে নিজেই প্রসংশা করা। নিজের ব্যাপারে নিজেই গর্ববোধ করা। নিজের ভালো গুনাবলী নিরন্তর ভাবে মানুষের কাছে উধাহরণস্বরূপ উপস্থাপন করা। এবং কথা বলার সময়ে "আমি" "আমিই" "আমার" এই শব্দগুলি ব্যবহার অহংকার এর বহিঃপ্রকাশ। নিজের ভুলকে সঠিক প্রমানের জন্য অন্যের ভুল পেস করে। নিজেকে নিরপরাধী প্রমাণ করতে ব্যাস্ত হওয়া। ইত্যাদি
নিজেকে নিরহংকার মুক্ত ভেবে, অনেকে মনের অজান্তেও অহংকারী হয়ে ওঠে। আবার অনেক সময় কিছু কথা ও ভাব এমন ভাবে ফুটে ওঠে-অহংকারী ব্যাক্তি নিজে উপলদ্ধি করতে পারলেও অস্বীকার করে থাকে সে অহংকারী না।
অহংকারী ব্যাক্তির একটি সমস্যা তার কোন ভুল ধরিয়ে দেওয়া হলে। অহংকারী ব্যাক্তি মনে করে তার প্রতি হিংসার কারণে তার ভুল ধরেছে! অথচ সে নিজেও বুঝতে পারে এটা বাস্তব নয়। আসলেই সে ভুল করেছে। তারপরও নিজের মনকে মিথ্যা শান্তনা দিয়ে। ভালো থাকার অভিনয় করে নিজের সাথে।
যার মাঝে অহংকার আছে, সে সত্যিকার বড় হওয়ার আগেই নিজেকে বড় ভাবতে শুরু করে। তার এই ভাবনা তাকে সত্যিকার বড় হওয়ার পথে এগুতে বাধা দেয়। কারনটা খুব স্বাভাবিক, আপনি যদি আগেই ভেবে বসে থাকেন আপনি ইতোমধ্যেই অনেক বড় কিছু করে ফেলেছেন, তবে আর সত্যিকার বড় কিছু করার জন্য কষ্ট করার দরকার মনে করবেন না।
অহংকার আমাদের সাথে এই খেলাটাই খেলে। ইগো সম্পন্ন মানুষ তার মিথ্যা অহঙ্কার নিয়ে বসে থাকে, আর অন্যরা তাকে টপকে সত্যিকারের বড় হয়ে ওঠে।
আবার অনেক মানুষ কিছুটা সফলতা পেয়েই নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। তারা মনে করে তাদের আর প্রমান করার কিছু নেই। এই কারনে তারা সামনে চলা আর পরিশ্রম করা বন্ধ করে দেয়। কিন্তু তারা বুঝতেও পারে না যে এই ভুল ধারনাটি না থাকলে তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারত। অথবা বুঝলেও সেই সর্বনাশা অহংকারের কারনে স্বীকার করতে চায় না।