মুসলিম উম্মাহর অধঃপতন

মুসলিম উম্মাহর অধঃপতন


“মুসলিম উম্মাহর অধঃপতন” এই শিরোনামে আমরা অনেক আলাপ আলোচনা শুনি ও দেখি। এটা আসলে আমাদের কাছে দুটি বিষয় পরিষ্কার করে। এক হল, মুসলিমরা অধঃপতিত অবস্থায় আছে। আর দ্বিতীয় হল, তাদের এই অধঃপতন থেকে উত্তরণ হওয়া জরুরী।

কিন্তু অধঃপতন থেকে উত্তরণ লাভের জন্য জরুরী হল অধঃপতনটাকে জানা ও বুঝা। কিভাবে আমাদের অধঃপতন হল, আমাদের ত্রুটি কোথায়, কারা আমাদের অধঃপতন কামনা করে, এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেই অনুযায়ী কাজের পরিকল্পনা সাজানো। বক্ষমান বইটি পাঠককে এই বিষয়গুলোর উত্তর সম্পর্কে জানাবে।

লেখক মূলত বইটিতে আমাদের অধঃপতনের দুটি দিক সম্পর্কে আলোচনা করেছেন। একটি দিক হল, মুসলিম উম্মাহর অধঃপতনের ক্ষেত্রে অভ্যন্তরীনভাবে মুসলিমরা কোন সব ভুল করেছে এবং নিজেদের কোন কোন বৈশিষ্ট্য ত্যাগ করেছে। আরেকটি দিক হল, এই অধঃপতনের ক্ষেত্রে বহিরাগত শত্রুরা কিভাবে কাজ করেছে এবং আমাদের কোন কোন ক্ষেত্রগুলোকে টার্গেট করে ধ্বংস করেছে।

মূলত যেকোন অধঃপতনেরই এই দুটি দিক থাকে। যেকোন কিছুর অধঃপতনকে সামগ্রিকভাবে বুঝতে হলে উল্লেখিত দুটি দিককেই জানা ও চিহ্নিত করা প্রয়োজন। আর মুহাম্মাদ কুতুব রহিমাহুল্লাহ তাঁর বিখ্যাত বই “ওয়াকিঊনাল মুআসির” বইয়ে এই কাজটাই করেছেন। পাঠকের হাতে থাকা “কেন এই অধঃপতন” বইটি মূলত এরই সংক্ষিপ্ত ও পরিমার্জিত অনুবাদ।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.