কতিপয় মুকাল্লিদ ফিতরা খাদ্য দেওয়া কে কেন্দ্র করে প্রশ্ন করেছেন।
প্রশ্ন :
আমেরিকার মানুষের প্রধান খাদ্য শুকুরের মাংসের বার্গার। তাহলে আমেরিকার মানুষ কি শুকুরের মাংসের বার্গার দিয়ে ফিতরা দেবে?
জবাব : ১|| কথায় বলে কানা গরুর ভিন্ন পথ।
তাহলে আমেরিকার মুসলিমরা প্রতিদিন কি খেয়ে জীবন চালায়? শুকুরের বার্গার? মুকাল্লিদ এটাই প্রমাণ করতে চায়ছেন কি? আমেরিকান হানাফী মুকাল্লিদ্গন কি তাদের প্রধান খাদ্য শুকুরের বার্গার খেয়ে জীবন ধারণ করে? যদি না খায় তাহলে মুসলিমদের জন্য এটা প্রধান খাদ্য কিভাবে হলো? আপনাদের যা জবাব আমাদের তাই জবাব।
জবাব : ২||
প্রধান খাদ্য অর্থ মুকাল্লিদ নিয়েছে কাফিরদের প্রধান খাদ্য। এখানে ফিতরা কি কাফেররা দেয়? না মুসলিমরা? সহজ উত্তর আমেরিকান মুসলিমরা তাদের প্রধান খাদ্যের মূল উপাদান দেব। আর কোন মুসলিমের প্রধান খাদ্য শুকুরের বার্গার হতে পারে না। আর হ্যাঁ আমেরিকায় যারা হানাফী মাযহাব মানে তাদের প্রধান খাদ্য কি শুকুরের বার্গার? মুকাল্লিদ খাল কেটে কুমির এনেছে।
জবাব :৩ ||
মুকাল্লিদের বুদ্ধিমত্তার উপরে ধিক্কার! হারাম কোন জিনিস দিয়ে কি ইসলামী শরিয়ত সাববস্ত হতে পারে। অথবা শরিয়াত কি তার অনুমোদন দেয়?
হানাফী মাযহাব দিতে পারে। তবে ইসলামে নয়। যেমন হানাফী দের একটি ফাতওয়া "কেউ যদি বিয়ের মহর শুকুর অথবা মদ দেয় তাহলে বিবাহ জায়েজ হবে।" ( হিদায়া, কিতাবুন নিকাহ ২/৪৮, ৫৬ পৃষ্ঠা) প্রবাদ আছে "কয়লা ধুলে ময়লা যায় না"
এটা হানাফী মাযহাবে জায়েজ হতে পারে। তবে ইসলামে যায়েজ নয়। মুকাল্লিদ কি তার বিয়ের সময়ে তার স্ত্রী কে শুকুর দিয়ে মোহরানা দিয়েছে? না মহরের মদ খেয়ে এমন প্রশ্ন মাথায় এসেছে।
এতএব নিজেদের নংরা চিন্তাভাবনা অন্যের কাধে চাপানো এটা তাকিয়াবাজদের স্বভাব।
এন্টিভেনাম :
মুকাল্লিদের দাবী ফিতরা টাকা দিয়ে দেওয়া উত্তম। তাতে মিসকিনদের যা প্রয়োজন তাই কিনে নিবে। যদি চাউল প্রয়োজন হয় চাউল অথবা অন্য খাবার অথবা পোশাক।
জবাব : ৪||
মুকাল্লিদের বলবো তাহলে আমেরিকান হানাফী মিসকিনদের যদি খাদ্যের প্রয়োজন হয়। তাহলে কি তারা আপনার ফিতরার টাকা নিয়ে শুকুরের মাংস দেওয়া বার্গার কিনে খাবে ঈদের দিনে?
আপনাদের জবাব কি ? এখন আপনাদের জবাব যা আমাদের জবাব তাই।
জবাব : ৫||
আমেরিকান মানুষের প্রধান খাদ্য শুকুরের বার্গার এই দাবীও মিথ্যা এমন কোন তথ্য পেলাম না।
উকিপিডিয়াতে যা পেলাম তাহলো : শুধু বার্গার কেউ ভেজ খেতে পছন্দ করে সে ভেজ বার্গার খায়। আর কেউ মাছ দিয়ে কেউ বা মাংস দিয়ে। কিন্তু "শুকুরের মাংসের বার্গার প্রধান খাদ্য" এই তথ্য তাকিয়াবাজের মিথ্যা প্রচার। কোন মুসলিম শুকুরের মাংস দিয়ে বার্গার খেতে পারেনা। একটি প্রশ্ন আমেরিকান হানাফী মুকাল্লিদ্গন কি তাদের প্রধান খাদ্য শুকুরের বার্গার খায়? যদি না খায় তাহলে কি খেয়ে হানাফী মুকাল্লিদগন জীবন ধারণ করে?
মূল কথা তার দাবীর পক্ষে দলীল ভিত্তিহীন।
"ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’ "
জবাব : ৬ ||
বার্গার কি শুধুমাত্র শুকুরের মাংস দিয়ে তৈরী হয়। অন্য কনো হালাল মাংস ব্যবহার করা হয়না। হানাফী মুকাল্লিদ্গন কি শুকুরের মাংসের বার্গার শুধুমাত্র দেখেছে। অন্য মাংসের বার্গার দেখেনি?
শুকুরের স্বভাব যেমন প্রশ্ন কারীর স্বভাব ঠিক তেমনি যতই শুকুর কে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখুন ঘুরেফিরে নংরা নর্দমায় চলে যাবে। মুকাল্লিদ তাকিয়াবাজের স্বভাব ঠিক তেমনি। মিথ্যা আর তাকিয়াবাজি ছাড়া একটি কথাও বলতে শিখেনি।
জবাব : ৭||
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ أَيُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ.
আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (সহীহ্ বুখারী হা/ ১২, ২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২)
আমেরিকা হানাফী মুকাল্লিদ্গন এই হাদিসের উপরে কিভাবে আমল করে? তারা কি শুকুরের বার্গার দিয়ে অতিথি অথবা মিসকিন আপ্পায়ন করে? যদি তা না করে তাহলে কি খাদ্য দেয়?
জবাব : ৮||
হানাফী মাযহাবের ফাতওয়া খাদ্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। টাকা দিলে আদায় হয়ে যাবে।
এখন যদি কোন হানাফী মুকাল্লিদ তাদের ফাতওয়া অনুযায়ী খাদ্য দিয়ে সুন্নাত আমল করতে চায়। তাহলে কি শুকুরের বার্গার দিয়ে ফিতরা আদায় করবে? মুকাল্লিদ সাহেব যদি আমেরিকা য় কোন সময় যায়। তাহলে যেন শুকুরের বার্গার একটি খেয়ে আসে।
বিদ্র : মুকাল্লিদের বলবো প্রধান খাদ্য কাকে বলে আগে শিখে আসুন। তারপর অভিযোগ করবেন।
রাসুলুল্লাহ সা এর প্রমাণিত সুন্নাত কে কিভাবে মুকাল্লিদরা ব্যাঙ্গ করছে এটা বুঝেও না। যাদের সুন্নাত পছন্দ না আসলে তাদের জন্য একটি প্রবাদ :কুকুর পেটে ঘি সয় না।*
__________________
* ব্রাদার রাহুল হোসেন