মেহমানের প্রতি আমাদের আপয়্যন চেষ্টা কিরূপ হবে?

মেহমানের প্রতি আমাদের আপয়্যন চেষ্টা কিরূপ হবে?


আবু শুরাইহ আল-আদাবী (রাঃ) থেকে বর্ণিতঃ

যখন নবী (সাঃ) বলেছেন, তখন আমার দুই কান শুনেছে এবং দুই চোখ দেখেছে। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে।

যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন পুরস্কারসহ মেহমানের আপ্যায়ন ও সমাদর করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! তার পুরস্কার কি? তিনি বলেনঃ এক রাত ও এক দিনের জন্য উন্নত খাবার পরিবেশন করা। আর তিন দিন পর্যন্ত সাধারণ মেজবানীই যথেষ্ট। এর চেয়েও বেশী দিন অবস্থান করলে সেই মেহমানদারি হলে বদান্যতা।

আর যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। - (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ),আদাবুল মুফরাদ, হাদিস নং ৭৪৬, হাদিসের মান: সহিহ হাদিস।

🌼সুতরাং সার্মথ্য অনুযায়ী একরাত বা একদিন উন্নত খাবার দিব,এতে আমাদের দায়িত্ব পালন হবে ইন শা আল্লাহ।
Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.