প্রশ্ন: বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে কোন কাজটি আমাকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করার সময় অবশ্যই করতে হবে?
এর সহজ উত্তর হলো: তোমাকে উচ্চ মাধ্যমিকের সাবজেক্টগুলোই ভালো করে পড়তে হবে। এডমিশনের সময় এসে বেশিরভাগ শিক্ষার্থীই হতাশায় আক্রান্ত হয়, তার একটা কারণ হলো উচ্চ মাধ্যমিকের বিষয়গুলো ভালোভাবে পড়ে না আসা। ফলে এডমিশনের মাত্র পাঁচ-ছয় মাস সময়ের মধ্যে নতুন করে আবার বেসিকস ঠিক করতে হয়। এটা ঠিক করতে করতেই দেখা যায় এডমিশনের দুই মাস সময় চলে যায়। ফলে বাকি কয়েক মাসে অনেকের গুরুত্বপূর্ণ পড়া রিভিশন দেওয়া সম্ভব হয় না।
অনেকের তো আবার এই বেসিকস আগে থেকে ঠিক না থাকার কারণে এডমিশনে এসে তারা এমন হতাশায় ভুগতে থাকে যে অন্য কোন পড়াতেই তার আর মন বসে না। সময়টা কাটে ভীষণ অস্থিরতা ও ভয়ের মধ্যে।
তোমাকে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় চারটি সাবজেক্ট অবশ্যই ভালোভাবে পড়ে আসতে হবে।
১। উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র(+সহপাঠ)
২। নবম-দশম শ্রেণীর বাংলা ২য় পত্র।
৩।উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রথম পত্র।
৪। উচ্চ মাধ্যমিকের ইংরেজি গ্রামার টপিকস।
এই চারটি বিষয়ের উপর তোমাকে একদম দুই বছরে পিএইচডি ডিগ্রি নিতে হবে। যেভাবেই হোক এই চারটি বিষয় যেন এই দুই বছরে তোমার ক্লিয়ার হয়ে যায়। কোনভাবেই হেলাফেলা করা যাবে না।কারণ এই চারটি সাবজেক্টের উপরে বিশ্ববিদ্যালয়ের ৫০ ভাগ প্রশ্ন হয়ে থাকে। তাই এগুলো অবশ্যই পড়তে হবে।
এছাড়াও মানবিক শাখার শিক্ষার্থী হিসেবে এইচএসসি লেভেলের অর্থনীতি বইয়ের বেসিক একটা ধারণা নিতে হবে।
পাশাপাশি উচ্চ মাধ্যমিক সিলেবাসের সমাজবিজ্ঞান, পৌরনীতি ভালোভাবে শেষ করবে।
মোটকথা হলো তুমি যদি তোমার উচ্চ মাধ্যমিকের বিষয়গুলোই খুব মনোযোগ দিয়ে পড়ে শেষ করতে পার, তাহলে এডমিশনের এই উত্তাল সময়ে তুমি পড়াশোনা করে অনেক শান্তি পাবে। দেখবে নিজের ভিতরে কেমন ফুরফুরে ভাব চলে এসেছে। কারণ আগে থেকেই বেসিকস ক্লিয়ার থাকার কারণে এডমিশনের পড়াগুলো তোমার কাছে সহজ মনে হবে। তুমি এই অবস্থায় যদি এডমিশনের সময়টাতেও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পার, তাহলে ইন শা আল্লাহ তুমি এডমিশনে ভালো কিছু করতে যাচ্ছ।
A stitch in time saves nine.
সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
তাই সময়ের কাজ অবশ্যই সঠিক সময়ে করতে হবে....