জুরী রহ. এর সূত্রে বর্ণিত ইমাম মালেক রহ. এর মাযহাব সর্বোচ্চ ১৩ রাকাত
ইমাম সুয়ূতী বর্ণনা করেন,
قَالَ الجوري مِنْ أَصْحَابِنَا: عَنْ مالك أَنَّهُ قَالَ: الَّذِي جَمَعَ عَلَيْهِ النَّاسَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَحَبُّ إِلَيَّ، وَهُوَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، وَهِيَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِيلَ لَهُ: إِحْدَى عَشْرَةَ رَكْعَةً بِالْوَتْرِ؟ قَالَ: نَعَمْ وَثَلَاثَ عَشْرَةَ قَرِيبٌ، قَالَ: وَلَا أَدْرِي مِنْ أَيْنَ أُحْدِثَ هَذَا الرُّكُوعُ الْكَثِيرُ؟
অর্থ: আমাদের শাফিঈ মাযহাবের অনুসারী জুরী বর্ণনা করেন যে, ইমাম মালেক রহ. বলেছেন, উমর রা. সকলকে যে বিষয়ের উপর ঐক্যবদ্ধ করেছিলেন সেটি আমার খুবই পছন্দনীয়। তা হচ্ছে ১১ রাকাত। এটিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ। তাকে (ইমাম মালেক কে) জিজ্ঞাসা করা হল, ১১ রাকাত কি বিতর সহ? তিনি বললেন হ্যাঁ, ১৩ রাকাতও কাছাকাছি, তবে আমার জানা নেই যে, (এর অতিরিক্ত ২০ রাকাআত) এত বেশি রাকাত কোথা থেকে আবিষ্কার হল? [আলহাভী লিল্ ফাতাওয়া ১/৪১৭]