মাদ্রাসার তালেবুল ইলমদের প্রতি উপদেশ

মাদ্রাসার তালেবুল ইলমদের ব্যাপকভাবে ইফতা, উলুমুল হাদীস, আদব ইত্যাদি পড়ার যেই প্রবণতা, সেখানে কিছু বিবেচনা আনা প্রয়োজন। অধিকন্তু সবাই এগুলোর উপযুক্ত থাকে না। সেটা মেধা, শ্রম, পারিপার্শ্বিক নানান কারণেই। 

মাদ্রাসার তালেবুল ইলমদের একটা শ্রেণির মাঝে দায়ী হওয়ার এবং সেই অনুযায়ী দক্ষতা অর্জন ও প্রশিক্ষণ নেয়ার ঝোঁক তৈরি করা জরুরী। দায়ী দ্বারা এখানে প্রচলিত ওয়ায়েজ বা বক্তা উদ্দেশ্য না। আদতে ছাত্র যমানা থেকে কিছু কিছু তালেবুল ইলমের মাঝে যেই অসুস্থ প্রবণতা আর কর্মকাণ্ড দেখা যায়, সেটা রীতিমত হাস্যকর এবং আরো বেশি হল দুঃখজনক। 

আমাদের দাওয়াতি চেতনা মারা যাচ্ছে, দাওয়াতি ক্ষমতা হ্রাস পাচ্ছে, দাওয়াতি যোগ্যতা তৈরি হচ্ছে না। জাহিলিয়াতের এই সমাজে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দরকার। তবে এর চেয়েও অনেক বেশি দরকার ইলমওয়ালা দায়ী।

এমন দায়ী, যারা সমকালীন মানুষের সমস্যা ও মনস্তত্ত্ব বুঝবে, যারা সমকালীন ফিরাকে বাতিলা ও আফকারে বাতিলাকে মোকাবেলা করার জন্য যোগ্য হবে। যারা সমাজের তৃণমূল থেকে উচ্চ পর্যায় দাওয়াতি পোগ্রাম বাস্তবায়নে সক্ষম হবে। মানুষের সাথে যাদের সম্পর্ক হবে কেবল দাওয়াতের, অন্যকোন স্বার্থের নয়।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.