লিবারেলিজমের দৃষ্টিতে লিঙ্গ

লিবারেলিজমের দৃষ্টিতে অনেকেরই লিঙ্গ নেই (কিন্তু পরে কুকুরের মতো কোত্থেকে যেন উদয় হয়)

শিক্ষকের লিঙ্গ নেই

সহপাঠির লিঙ্গ নেই

বন্ধুর লিঙ্গ নেই

কাজিনের লিঙ্গ নেই

কলিগের লিঙ্গ নেই

বসের লিঙ্গ নেই

বেস্টফ্রেন্ডের লিঙ্গ নেই

কিন্তু ইসলামের দৃষ্টিতে সবারই লিঙ্গ আছে। 

প্রত্যেকের জন্য পৃথক রেস্ট্রিকশন আছে। 

আচরণ ও লেনদেনের সিমারেখা আছে। 

লিবারেলদের লিঙ্গহীনতার এই তত্ত্বের কোন প্রমাণ নেই। ইসলামের দৃষ্টিভঙ্গির পক্ষে স্বয়ং লিবারেলদের চর্চিত বায়োলজি স্বাক্ষ্য দেবে। ইসলাম ও লিবারেলিজম; এ দুটির যে কোন একটিকে আপনার বেছে নিতে হবে। মুসলিম ও লিবারেল একসাথে দুটি রোল প্লে করা সম্ভব নয়।

আল্লাহ তা'আলা বলেন,

يٰۤـاَيُّهَا النَّا سُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّا حِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَا لًا كَثِيْرًا وَّنِسَآءً ۚ وَا تَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَآءَلُوْنَ بِهٖ وَا لْاَ رْحَا مَ ۗ اِنَّ اللّٰهَ كَا نَ عَلَيْكُمْ رَقِيْبًا

"হে মনুষ্য সমাজ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে পয়দা করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন, অতঃপর সেই দু’জন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট (হাক্ব) চেয়ে থাক এবং সতর্ক থাক জ্ঞাতি-বন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।"

(আল-কুরআন, সুরা নিসা : আয়াত ১)


Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.