শহরের অলিগলির একটা চায়ের স্টল। মেস থেকে বের হয়ে কয়েক কদম পরই সেই স্টলে গিয়ে জায়গা বুক করার প্রতিযোগিতা। এরপর কাপের পর কাপ চা আর হাতে বেশুমার সিগারেট নিয়ে দুঃখ ভুলার মিথ্যে অভিলাষ। কথিত প্রিয়তমার সাথে অভিমান, সেমিস্টার ড্রপ, চাকরি না পাওয়ার হতাশা, অফিসের প্রেসার, আর না হয় এমনিই।
এভাবেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। এরপর মনে মিথ্যে সান্ত্বনা নিয়ে রুমে ফেরা। এ যেন নিত্যকার চলচিত্র! শহরের বুকে এমন মানুষের অভাব নেই। চোরাবালিতে আটকে গেছে তাদের চিন্তাধারা। তারা নিজেরাও জানে এটা তো নিছক অপব্যয় আর বৃথা চেষ্টা। তবে কি এই লুপ থেকে বের হওয়ার কোনো পথ নেই? নেই কি এমন কোনো ম্যাজিক যেটা মুহূর্তেই সেই দুঃখ, না পাওয়ার যন্ত্রনা আর ব্যর্থতার গ্ল্যানি নিমিষেই মুছে দিবে?
আছে তো। আর তা হলো আত্নসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষদের ইরর ফ্রি চলার জন্য একটা সফটওয়্যার দিয়েছেন। আর তা হলো ইসলাম। একটা মাছ যেমন পানি ছাড়া ছটফট করে, তেমনি ইসলাম ছাড়া মানুষ উদ্দেশ্য বিহীন প্রহর গুনে।
- ইসলাম আমাকে বিয়ে করে প্রিয়তমা বানানোর কথা বলেছে। এটা যেমন সিকিউর তেমন টেনশনলেস। এট লিস্ট চায়ের স্টলে হাজার হাজার টাকার চা সিগারেট খোয়াতে হয় না। এটলিস্ট তাকে পাবার জন্য কোনো চিপাচাপা খোজা লাগে না।
- ইসলাম আমাকে শেখায় আমার জন্য যে উত্তম সেই আমার সঙ্গীনি হবে। কেউ যদি আমাকে ছেড়ে যায় বা কেউ যদি আমার না হয়, তার মানে সে আমার জন্য উত্তম ছিল না। এর থেকেও ভাল কেউ আমার জন্য অপেক্ষা করছে। ইসলাম আমাকে এট লিস্ট তার জন্য হা হুতাশ করে গাঞ্জা, হিরু খাওয়া শেখায় না। আলহামদুলিল্লাহ।
- ইসলাম আমাকে চাকরির টেনশন দেয় না। চাকরি নেই তো ব্যবসা আছে। ইসলাম বলে আমাকে সৃষ্টি করেছেন যিনি তিনিই আমাদের খাওয়া-পড়া সেট করে রেখেছেন। আমাদের শুধু হালাল প্রচেষ্টা দরকার। এক্সট্রা প্যানিক নেওয়া বোকামি।
- ইসলাম আমাকে সব সমস্যার সমাধান আল্লাহর কাছে চাইতে শেখায়। এতে করে আমার মাথায় এক্সটা পেরা আসে না। আমার যখনই পেরা লাগে আমি আল্লাহর উপর ছেড়ে দেই। আহ কি শান্তি! এট লিস্ট আমার দুঃশ্চিন্তার পিল খাওয়া লাগে না। সিগারেটের মাঝে মিথ্যে সান্ত্বনা খোঁজা লাগে না। আলহামদুলিল্লাহ।
- শুধু কি তাই, ইসলাম আমাকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে। যে অনুযায়ী চললে আমার এই দুনিয়া আরামে এবং নির্ভাবনায় কেটে যাবে।
প্রিয়, চায়ের স্টলে বসেই ভেবে দেখিও - আদৌও কি তুমি মেন্টালি স্টেবল? আদৌও কি তুমি জীবন দৌড়ে এগিয়ে চলছো?
নাকি তুমি কাঠের চশমায় রঙিন স্বপ্নে বৈঠাহীন মাঝি!
প্রকাশিতব্য বই এর কিছু অংশ।