ঘর বাড়িতে মাসজিদ তৈরিঃ একটি পরিত্যক্ত সুন্নাহ।

ঘর বাড়িতে মাসজিদ তৈরিঃ একটি পরিত্যক্ত সুন্নাহ।


ইমাম বুখারী (রাহঃ) বলেন, 

باب المساجد في البيوت.

'ঘর বাড়িতে মাসজিদ তৈরি সংক্রান্ত অধ্যায়।'

ইবনু রজব হাম্বলী (রাহঃ) বলেন, 'সালাফদের একটা রীতি ছিল; তারা সালাত আদায় করার জন্য বাড়িতে একটা স্থান নির্ধারণ করে নিতেন।'

বাড়িতে মাসজিদ তৈরির বিষয়টি সাহাবীদের মধ্যে প্রসিদ্ধ ছিল। সর্বপ্রথম বাড়িতে মাসজিদ তৈরি করেছিলেন আবু বকর সিদ্দিক (রাঃ)। সহীহুল বুখারীতে আয়েশা (রাঃ) থেকে বর্ণিত রয়েছে, আবু বকর (রাঃ) তার ঘরের এক কিনারায় মাসজিদ তৈরি করেছিলেন। সেখানে তিনি সালাত আদায় করতেন এবং কুরআন তেলাওয়াত করতেন। (বুখারী, হা/৩৯০৬)

আব্দুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ) তার বাড়িতে মাসজিদ তৈরি করেছিলেন। (মুসান্নাফে ইবনু আবি শায়বা, হা/ ৩৪৭২৯)। তিনি তখন বাড়িতে প্রবেশ করতেন তখন দু'রাকাত সালাত আদায় করতেন এবং বাড়ি থেকে বের হওয়ার সময়ও দুরাকাত সালাত আদায় করতেন।

আবূ মুজলিয রাঃ তার বাড়িতে একটি মাসজিদ তৈরি করেছিলেন। তিনি মাঝে মধ্যে তার পরিবার ও সন্তানদের নিয়ে সেখানে জামায়াতের সাথে সালাত আদায় করতেন। (মুসান্নাফে ইবনু আবি শায়বা, হা/ ৬১৫৪)।

জুয়াইরিয়্যাহ (রাঃ) তার বাড়িতে একটি মাসজিদ বানিয়েছিলেন। যেমনটি সহীহ মুসলিমের বর্ণনায় এসেছে। (মুসলিম,হা/২৭২৯)।

আবু তালহা আনসারী (রাঃ) তার বাড়িতে একটি মাসজিদ বানিয়েছিলেন। এমনকি সেখানে সালাত আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতও দিয়েছিলেন। (আল-কাবীর, ত্ববরানী, হা/৪৬৭৯)।

আব্দুল্লাহ বিন সালাম (রাঃ) এর বাড়িতেও একটা মাসজিদ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেছিলেন। (বুখারী, ৭৩৪২)।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.