ফিতরা নিয়ে বিভিন্ন দলিলের সারকথাঃ
১| খাদ্যশস্য দিয়ে ফিতরা আদায় করা এটাই সুন্নাত এটাই উত্তম এর চেয়ে উত্তম আর কিছু হতে পারেনা। এটাই প্রায় ৯৮% সালাফদের মত।
২| টাকা দিয়ে কেউ যদি ফিতরা আদায় করে তার ফিতরা আদায় হয়ে যাবে। ইনশাআল্লাহ। যদিও ইমাম মালিক রহ ইমাম শাফেয়ী রহ এবং ইমাম আহমদ রহ মতে টাকা দেওয়া যথেষ্ট হবেনা বলেছেন। (আল-মুগনী,৪/২৯৫)
সমস্যা :
তবে খাদ্যশস্য এর চাইতে টাকা দেওয়া উত্তম যারা মতামত দিয়েছেন। তাদের এই ফাতওয়া সঠিক নয় বরং ভুল। কারণ প্রমাণিত সুন্নাতের কাছে সমস্ত যুক্তি দুর্বল। অতএব যুক্তি দিয়ে যারা সুন্নাতের (খাদ্যশস্য) উপরে জায়েজ (টাকা) কে প্রাধান্য দিচ্ছেন। তারা বাড়াবাড়ি করছেন। নবীর সুন্নাত কে অবমূল্যায়ন করছেন। যা সুন্নাতকে অপমান করার সামিল।
অতএব জায়েজ কে জায়েযের যায়গায় রাখুন। সুন্নাতের উপরে জায়েজ বস্তুকে গুরুত্ব দিলেই । ফিতনা ছড়িয়ে পড়বে। আর হ্যাঁ কিছু ব্যাক্তিদের ফেসবুক পোস্ট দেখলাম তার যেদ করে বলছে "এই বছর টাকা দিয়ে ফিতরা আদায় করবো"। তাদের বলছি প্রতিবেশীদের উপরে রাগ করে, নিজের ছেলে পেটানো বুদ্ধিমত্তার পরিচয় না।
সারকথা : খাদ্যশস্য দ্বারা ফিতরা আদায় করুন। এটা রাসুলুল্লাহ (সা) এর সুন্নাত এতেই ফায়দা বেশী। আপনার আক্কেলে ধরতে না পারলেও সুন্নাতেই পরিত্রাণ।
এন্টিভনাম :
যারা সারাদিন বলে আমরা আহলে সুন্নাত। আজ তারা সুন্নাত বাদ দিয়ে, জায়েয বস্তুকে সুন্নাতের চেয়ে উত্তম ফাতওয়া দেয় কিভাবে? আর কিভাবে আহলে সুন্নাত দাবী করতে পারে। ভাবসাব দেখে মনে হচ্ছে গায়ের গন্ধে ভূত পালায় তার নাম আবার আতর আলী।*
____________________
*ব্রাদার রাহুল হোসেন