ফিতরা সম্পর্কে অভিযোগ

ফিতরা সম্পর্কে অভিযোগ


ফিতরা নিয়ে অভিযোগ এর জবাব : 

ক] কিছু মূর্খ প্রচার করছে রাসুল (সা) পারিশ্রমিক হিসাবে শুধুমাত্র দিনার, দিরহাম, খাদ্যশস্য এবং পশু দিয়েছে। তাহ‌লে আহলে হাদীসরা কেন পারিশ্রমিক এবং কেনাবেচা খাদ্যশস্য দিয়ে করে না। 

খ] সে যুগে দিরহাম ও দীনার এর চেয়ে ছােট (মুদ্রা) টাকা পয়সা ছিলনা। আর দিরহাম ও দীনার দাম অনেক বেশি ছিল তাই ছােট জিনিসের জন্য দাম হিসাবে সেই ত্বয়াম ব্যবহার করা হত।

উত্তর : আমাদের জবাব এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ তখন দিরহাম ও দীনারের অংশ হিসাবে এর চেয়ে ছােটো (মুদ্রা) টাকা পয়সা সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এবং সেগুলো দিয়ে পারিশ্রমিক কেনাবেচা করা হতো। 

দিনার দিরহাম ব্যতীত অনেক মুদ্রা প্রচলিত ছিলো ব্যপক হারে। যেমন 

(১)  মুদ্রা "দানে" এটা ছিল এক দিরহামের ৬ ভাগের এক ভাগ (১%৬) (মুসান্নাফ আব্দির রায্যাক ১০৪১১, মুহাল্লাহ লি ইবনে হাযম ৯/৯৯, ফাতহুল বারী ৩/১৯৪)।

২। মুদ্রা কীরাতু : আবু হুরাইরাহ (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রসূলুল্লাহ(সল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) বলেছেন,

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا بَعَثَ اللهُ نَبِيًّا إِلاَّ رَعَى الْغَنَمَ فَقَالَ أَصْحَابُهُ وَأَنْتَ فَقَالَ نَعَمْ كُنْتُ أَرْعَاهَا عَلَى قَرَارِيطَ لأَهْلِ مَكَّةَ

 আল্লাহতাআলা এমন কোনাে নাবী প্রেরণ করেননি, যিনি ছাগল না চরিয়েছেন। তখন তাঁর সাহাবীগণ বলেন, আপনিও? তিনি বলেন, হ্যা আমি কয়েক কীরাতের (মুদ্রা) বিনিময়ে মাক্কাহবাসীদের ছাগল চরাতাম (সহীহ বুখারী হাঃ ২২৬২, ইবনু মাজাহ হাঃ ২১৪৯,বায়হাকী ১০/৪১২, গায়াতুল মারাম ১৬১, তাখরীজু ফিকহুস সিরাহ ৭০)

লক্ষনীয় : 

এক কীরাত ছিল এক দানেকের অর্ধেক এবং এক দিরহামের ১২ ভাগের এক ভাগ । আর এক দীনারের ২৪ ভাগের এক ভাগ।

 (ফাতহুল বারী ৩/১৯৪, উমদাতুল কারী শারহুসহীহুল বুখারী ১/২৭২, মিরয়াতুল মাফাতীহ ৫/৩৬৯, দলীলুল ফালিহীন লি-তুরূকে রিয়াযুস সালেহীন ৩/১৬৮)।

সমাধান : হাদীস থেকে আরো অনেক মুদ্রার কথা পাওয়া যায়। যারা দাবী করছে নববী যুগে দিনার দিরহাম আর পশু এবং খাদ্যশস্য ছাড়া কনো কিছু ছিলো না তাদের দাবী সম্পুর্ন মিথ্যা।

এন্টিভেনাম : 

মুকাল্লিদের বলছি যদি দিনার দিরহাম এর চেয়ে ছোট মুদ্রা না থাকতো। তাহলে আপনাদের দাবী অনুযায়ী নববী যুগে সাহাবীরা কিভাবে মুদ্রা দিয়ে ফিতরা আদায় করতো?  কারণ দিনার দিরহামের যা মূল তার চেয়ে অনেকের ফিতার মূল কম হওয়া স্বাভাবিক। কারণ 

এক জাহেল মুকাল্লিদের দাবী অনুযায়ী :

এক দিনার বর্তমান মূল ৩৬,০০০৳

এক দিরহাম বর্তমান মূল ৩,৬০০ ৳

আপনাদের যুক্তি ধরে নিলে এটা প্রমাণ হয়। মুদ্রা দিয়ে ফিতরা আদায় সেই যুগে করা হতো না। নচেৎ মেনে নিতে হবে। দিনার দিরহাম ছাড়াও কেনা বেচা এবং পারিশ্রমিক এর জন্য। অনেক ছোট মুদ্রা সে যুগেও প্রচলিত ছিলো।* 

__________________

*ব্রাদার রাহুল হোসেন

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.