ব্যক্তিত্ব নানান বিষয়ে ফুটে ওঠে। কিছু পরিবর্তন করা যায়। কিছু পরিবর্তন হয় না। যেমন আমাদের বাবা-মায়ের সাথে আমরা যে ভাষায় কথা বলি, প্রেজেন্টেশনের সময় সে ভাষায় বলি না। নিচের পয়েন্টগুলো মাথায় রাখবেন।
১.
অতি পাতলা পোশাক (যাতে নিচের স্যান্ডো গেঞ্জি দেখা যায়) ব্যক্তিত্বহানি করে।
২.
মুরাদ টাকলা ভাষা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভুল বার্তা দেয়। amar akta gari aca বা tomer nam ke? এভাবে লেখা হল টাকলা ভাষা। বাংলায় লিখলে তো সমস্যা নেই। তবে সবসময় বাংলায় লেখা যায় না। তখন উল্টাপাল্টা লিখলে মানুষ খারাপ ভাবে। উপরের বাক্য দুটোর সঠিক রূপ amar ekta gari achhe এবং tomar nam ki?
কিছু জিনিস মনে রাখলে এ থেকে মুক্তি পাওয়া যায়।
১.
এটা A (এ), কিন্তু Ba (বে) নয়। Ba হল ব্যা। Bat, Bad, Ban, Bag.
২.
এটা E (ই), কিন্তু Be (বি) না [be patient, এই be কিন্তু 'বি', এটা বাদে] Be হল 'বে'। Bed, Beg, Best.
৩.
এটা I (আই), কিন্তু Bi (বাই) না। Bi হল বি। Bin, Big, Bill, Bip.
৪.
o (ও) নিয়ে আলাপ নাই।
৫.
এটা u (ইউ). কিন্তু Bu (বিউ) না। Bu হল বু/বা। But, bud, bug, bun. Bull.
তার মানে যদি সামারি করি। কিছু ব্যতিক্রম ছাড়া।
Ta (ট্যা) নট টে : Tab,Tap, Tag
Te (টে) নট টি : Ten, Test, tell
Ti (টি) নট টাই : Tin, Tip, Till
To (ট) : Ton, Tom, Toss. [ প্রিপজিশন to/ টু একটা ব্যতিক্রম]
Tu (টু/টা) নট টিউ : Tub, Tusk
ক-K, খ- kh, গ-G, ঘ- gh, ঙ-ng, চ- Ch, ছ-Chh, জ-J, ঝ-Jh, ঞ-Ng, ট/ত-T, ঠ/থ-th, ড/দ-D, ঢ/ধ- Dh, ণ/ন-N, প-P, ফ-F, ব-B, ভ-V, ম-M, য-Z, র/ড়/ঢ়-R, ল-L, শ/ষ-Sh, স-S, হ-H
এগুলো ফলো করলে আর আপনার ভাষা টাকলা হবে না। ছবির লেখাটি সঠিক করে কমেন্টে লিখুন। একদম সঠিক যিনি লিখবেন, তিনি পাবেন একটি গিফট।