আবু হুযাইফার মুক্ত দাস সালিমের অন্তরে ‘হয়তো এই বছরটির পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না'—কথাটির আঘাত কেমন তীব্রতর ছিল? সাদ ইবনু আবি ওয়াক্কাসের বুকে সেই শব্দমালা কেমন তীক্ষ্ণভাবে বিদ্ধ হয়েছিল?
আর আব্দুল্লাহ ইবনু মাসউদের হৃদয়াকাশে অনুভূতির কেমন কালো মেঘ জমা হয়েছিল, যখন নবিজি সেই কথাটি বলছিলেন? আর যুবাইর ইবনুল আওয়্যাম কেমন ভেঙে পড়েছিলেন, যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন, আমি শীঘ্রই তোমাদের ছেড়ে যাব!চারিদিকের সকল আলোর রেখা অদৃশ্য হয়ে যাচ্ছিল, মৃত্যুর শীতলতা ঘিরে ধরেছিল চারপাশে, পৃথিবীর সবচেয়ে বড় ও অসহ্য বিচ্ছেদের শোক পুরো ময়দান গ্রাস করে ফেলেছিল। এমন শোকের পরিবেশ পৃথিবীতে আর কখনো আসেনি।
‘হয়তো এই বছরটির পর তোমাদের সাথে আমার আর দেখা হবে না'—এই কথার ভার সাহাবিগণ সইবেন কী করে!
~ তিনিই আমার প্রাণের নবি