বর্তমান পৃথিবীতে আল্লাহ প্রদত্ত দ্বীন কেবল একটিই আছে, সেটা হল ইসলাম। এছাড়া আর কোন ধর্ম আল্লাহ প্রদত্ত নেই। খ্রিষ্ট, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ধর্ম হিসেবে পরিচিত মতাদর্শগুলোও মানবরচিত।
কোন মতাদর্শ যখন আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থার বিপরীতে গিয়ে মানবউৎস ভিত্তিক নতুন জীবনাদর্শ পেশ করে, তখন সেটা আদতে একটা ধর্মের স্থান দখল করে নেয়। এজন্য সরাসরি আল্লাহর দেয়া জীবনব্যবস্থার বিরুদ্ধে যত জীবনব্যবস্থা ও মতাদর্শ আছে, সেগুলো একেকটা বাতিল ধর্ম।
মোট কথা আল্লাহর উলুহিয়্যাতের ভিত্তির পরিবর্তে মানব উলুহিয়্যাতের ভিত্তিতে যেসব মতাদর্শ গড়ে উঠেছে, সেগুলো একেকটা ধর্ম। কিন্তু এই ধর্ম বাতিল ধর্ম। এই ধর্ম অপূর্ণাঙ্গ ধর্ম।
এই চিন্তা থেকেই আলি মিয়া নদভী, মুহাম্মাদ কুতুব, মানাযির আহসান গিলানি, আব্দুল আজিজ তারেফী সহ অনেক মুফাক্কির আলেমই সেকুলারিজম, বস্তুবাদ, পুঁজিবাদ, বিবর্তনবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি মতাদর্শকে ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন।
বাতিল ধর্ম হওয়ার জন্য সেটা আল্লাহর পক্ষ থেকে আসা জরুরী নয়। বরং একমাত্র সঠিক দ্বীনই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এছাড়া যত মতাদর্শ মানব ইলাহের পক্ষ থেকে এসেছে, সেগুলো বাতিল ধর্ম। আর ইসলাম ছাড়া সকল ধর্মই মানবরচিত ও মানবীয় উৎস দ্বারা পরিচালিত।