দ্বীনি ক্ষেত্রে 'দান' শব্দটার ব্যবহার

'দান' শব্দটা দীনী ক্ষেত্রে উঠায়ে দেন। আমরা কখনোই 'দান' করি না। আমরা যখন মসজিদে টাকা দিই, একজন মুসলিম হিসেবে আল্লাহর ঘরের প্রতি আমার দায়িত্বটুকু আদায় করি। যখন মাদরাসায় দিই, মুসলমান হিসেবে দীনের প্রচারে আমার দায়িত্ব পালন করি। যখন যাকাত দিই, আল্লাহর ফরজ হুকুম পালন করি, যার অংশ তাকে দিয়ে রেহাই পাই। যখন সদকা করি, তখন সমাজের গরিব-দুঃখীর প্রতি দায়িত্ব পালন করি। 

দান, অনুদান শব্দগুলো দীনী ক্ষেত্রে পরিহার করি। বলবো, আপনার ঈমানী দায়িত্ব পালন করুন। মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আদায় করুন। 

বিশেষ করে, আপনার যাকাত দান করুন। ফিতরা দান করুন। চামড়া দান করুন। এগুলা তো বাক্যই হয় না। এগুলো মোটেও 'দান' না। এগুলো দিতে আমরা বাধ্য। এগুলো দান বলতে বলতে 'দান' হয়ে গেছে। পাবলিক দিয়ে মহানুভব মহানুভব ফীল পায়। 

মসজিদ, মাদরাসা, আলেমদের উঁচু করলে সমাজে ইসলামের মর্যাদা উঁচু হয়। হেয় করলে, ইসলামই হেয় হয়ে যায়। উঁচু করুন। সম্মান দিয়ে কথা বলুন।

বলবেন না: মসজিদে/মাদরাসায় দান করুন।

এখন থেকে বলুন: মসজিদ/মাদরাসায় একজন মুসলিম হিসেবে আপনার আর্থিক দায়িত্ব আদায় করুন। 

কী শব্দ আপনি ব্যবহার করছেন, সেটা মনে অনেক প্রভাব ফেলে। 'আমি দান করলাম' এটা একরকম অনুভব দেয়। আমি দায়িত্ব পালন করলাম, এটা আরেক অনুভব দেয়।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.