▌শীতের রাতে, রবের সাথে!
শীতের রাত! শৈত্য প্রবাহ আর কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। হাড় কাঁপানো শীতে কুপোকাত প্রায় সকল শ্রেণির মানুষজন। লেপ-তোষকে মুড়ি দিয়ে গভীর ঘুমে প্রতিটি মানুষ। সকাল দশ'টার আগে সূর্যের মুখখানিও দেখা যায় না।
এমতাবস্থায় ভোররাতের হিমশীতল বাতাস, গায়ে মোড়ানো কম্বল, প্রিয়তমা স্ত্রীর আলিংঙ্গন এবং আরামের ঘুমকে হারাম করে মহান রবের সন্তুষ্টচিত্ত্বে জায়নামাজে দাঁড়ানো ছোট্টিখানি কথা নয়। হ্যাঁ! এটা এক প্রকারের জিহাদ। এ জিহাদ বিতাড়িত শয়তানের বিরুদ্ধে, এ জিহাদ নিজের নফসের বিরুদ্ধে।
নির্জনে রবের সামনে দাঁড়ানো, একান্তে তাঁর সাথে কথা বলা, নিরবে অশ্রু বিসর্জন দেয়া - এগুলো তাদের দ্বারাই সম্বব যারা সত্যিকারার্থে তাদের রবকে ভালবাসতে পেরেছে। ভালবেসে কদর করেছে। আর তাই মুখের দাবিতে নয় বরং কর্মের মাধ্যমে প্রমাণ দিচ্ছে।
এ প্রসঙ্গে ইমাম ফুদ্বাইল ইবন ইয়াদ্ব (রাহিমাহুল্লাহ)-র একটি নাসীহাত মনে পড়ে গেল। তিনি (রাহিমাহুল্লাহ)- সতীর্থ হুসাইন ইবন আল-হাসানকে উদ্দেশ্য করে বলেন,"শোন হুসাইন! আল্লাহ্ পূর্ববর্তী অনেক কিতাবে বলেছেন, “যে আমার ভালোবাসা দাবী করে, সে মিথ্যা বলে। যখন রাত নেমে আসে, সে আমাকে ফেলে (কিভাবে) ঘুমিয়ে থাকে! আচ্ছা, প্রত্যেক প্রেমিকই কি তাঁর প্রেমাস্পদকে নিভৃতে পেতে চায় না?" ---- [আল-মুজালাসাহ : ১৩২]।
আচ্ছা! আমরা আমাদের রবকে ফেলে ঘুমিয়ে থাকছি নাতো? আমরা কি সত্যিকারার্থে আমাদের রবকে ভালবাসি? যদি ভালই-বাসি তাহলে কি করে তাঁর ডাকে সাড়া না দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি পার করি? আমাদের ভালবাসার দাবিটা মিথ্যা নয়তো ?
আসুন না, কর্মের মাধ্যমে রবের ভালবাসার প্রমাণ দেই। উস্তাযুল বাশারিয়্যাহ মুহাম্মাদূর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "মহান আল্লাহ্ ঐ লোকের উপর রহম করুন, যে রাতে উঠে, ছালাত আদায় করে, তার স্ত্রীকে জাগায় এবং সেও ছালাত আদায় করে। যদি সে উঠতে না চায় তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়। মহান আল্লাহ্ ঐ মহিলার উপর রহম করুন, যে রাতে উঠে, ছালাত আদায় করে, তার স্বামীকে জাগায় এবং সেও ছালাত আদায় করে। যদি সে উঠতে না চায় তাহলে তার মুখে পানি ছিটিয়ে দেয়।” ---- [সুনান আবূ দাঊদ: ১৩১০; সুনান নাসাঈ: ১৬১০, মুসনাদ আহমাদ: ৭৪০৪]।
আল্লাহ্ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের বেশী বেশী করে নেক আমল করার তাউফ্বীক দান করুন, আমীন।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬