প্রতিবছর ভ্যালেন্টাইনস ডে আসলেই আমাদের ভালবাসার কথা মনে হয়,উথলে পরে তথাকথিত ভালবাসা। মনে ভালবাসার ফাগুন-আগুন যেন একসাথেই শুরু হয়। মিডিয়া এই আগুনে ঘি ঢালে।
শুধুমাত্র ভ্যালেন্টাইনসকে কেন্দ্র করে নাটক,মুভি,সিরিজ,মিউজিক ভিডিও,শর্টফিল্ম,ইত্যাদির মতো ফিতনার জাল বিছিয়ে দেয়। হারামের মসলা মিক্স করে নিরপেক্ষ দেখিয়ে আমাদের কাছে উপস্থাপন করে।
❝ হারাম
কখনো প্রশান্তি
এনে দিতে পারে না।
হারাম রিলেশন থেক বের হতে গিয়ে
যদি কারোর মন ভাঙতে হয়!
তাহলে সেই মন ভাঙা ফরজ।❞
وَلاَ تَقْرَبُواْ الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاء سَبِيلاً
"তোমরা যিনার ব্যাবিচারের নিকটবর্তী ও
হয়োনা,নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।
[সূরা ইসরা- ৩২]