আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে?

আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেমন হবে?


বান্দা সাধ্যমতো চেষ্টা করবে, কিন্তু অন্তর জুড়ে থাকবে আল্লাহর সাথে।

রাসূলুল্লাহ (ﷺ)-এর সীরাত পড়ে দেখুন। তিনি আসবাব বা উপকরণ ব্যবহার করেছেন।  দুনিয়ার বুকে কে আছে যে রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়েও বেশি আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে পারে? রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জীবনের প্রত্যেকটি মুহূর্তেই ওপর তাওয়াক্কুল করতেন। সেই সাথে সম্ভাব্য সব আসবাব তথা উপকরণ ব্যবহার করতেন। মক্কা থেকে মদীনায় হিজরতের কথাই ধরুন।

রাসূলুল্লাহ (ﷺ) এবং আবু বাকর (রাযিআল্লাহু আনহু)-এর মাথার জন্য ১০০ উটের পুরস্কার ঘোষণা করেছিল কুরাইশ। তাদের চোখে ধুলো দিয়ে মদীনার পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ (ﷺ) কৌশল অবলম্বন করেছিলেন। সাধারণ রুটের বদলে ভিন্ন রুট ব্যবহার করেছিলেন। আত্মগোপন করেছিলেন পাহাড়ের গুহায়।

তিনি কি তাঁর সঙ্গী আবু বাকর (রাযিআল্লাহু আনহু)-কে বলেছিলেন, “আবু বাকর, এই পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো মানুষদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ। আর নবীদের ঠিক পরেই তোমার স্থান। কুরাইশ আমাদের মাথার জন্য ১০০ করে উট পুরস্কার ঘোষণা করেছে তো কী হয়েছে! আল্লাহ আমাদের রক্ষা করবেন। চলো, এ রকম পালিয়ে বেড়ানোর বদলে আমরা খোলা মরুভূমিতে শুয়ে কিছুটা বিশ্রাম নিই। আল্লাহ আমাদের রক্ষা করবেন!" তিনি (ﷺ) কি এ রকম বলেছিলেন? এটা কি আল্লাহর ওপর তাওয়াক্কুল করা? না, এটা কখনোই তাওয়াক্কুল না।

রাসূলুল্লাহ (ﷺ) সম্ভাব্য সব কৌশল কাজে লাগিয়েছিলেন। সহজে খুঁজে পাওয়া যায় না, এমন এক গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং আবু বাকর (রাযিআল্লাহু আনহু)-কে সাহস জুগিয়ে বলেছিলেন,

“দুঃখ পেয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন।" (আত তাওবাহ, ৯:৪০)

☘️সূত্রঃ তাওহীদের মূলনীতি,দ্বিতীয় খন্ড,পৃষ্ঠা ৫৮, আহমাদ মূসা জিবরিল।

🌸এই বইটা শায়খ মূসা জিবরিলের একটি অডিও সিরিজের উপর লিখিত হয়েছে। অডিও সিরিজটি আমরা কিছুদিনে মধ্যেই দেয়া শুরু করবো ইন শা আল্লাহ। বাংলা এবং ইংরেজি অডিও চ্যানেলে।
Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.