মানুষ যদি আত্মসমালোচনা না করে, তাহ’লে সে তার পাপের চোরাগলিগুলো বন্ধ করতে পারবে না এবং নেকীর কাজে অগ্রগামী হ’তে পারবে না।
তাবেঈ মায়মূন ইবনে মেহরান (রহঃ) বলেন,
النفس كالشَّريك الخوَّان إن لم تحاسبه؛ ذهب بمالك،
‘মন হ’ল আত্মসাৎকারী শরীকের মতো। যদি তুমি তার হিসাব-নিকাশ না নাও, তাহ’লে সে তোমার ধন-দৌলত নিয়ে পালিয়ে যাবে’।
|| ইবনুল ক্বাইয়িম, ইগাছাতুল লাহফান, ১/৭৯।
ইমাম মালিককে [রাহ.] জিজ্ঞেস করা হল, “আজ দিনটা আপনার জন্য কেমন হল?”
তিনি উত্তরে বললেন, “আমার বয়স কিছুটা কমলো, আর গুনাহ কিছুটা বাড়লো।”
[ইমাম যুরকানী (রাহ.), শরহুয যুরকানী আলাল মুওয়াত্তা: ১/৫৪]
মাকহূল আশ-শামী (রহঃ) বলেন,
مَنْ آوَى إِلَى فِرَاشِهِ، يَنْبَغِي أَنْ يَتَفَكَّرَ فِيمَا صَنَعَ فِي يَوْمِهِ ذَلِكَ، فَإِنْ كَانَ عَمِلَ فِيهِ خَيْرًا، يَحْمَدُ اللهَ تَعَالَى عَلَى ذَلِكَ، وَإِنْ عَمِلَ ذَنْبًا اسْتَغْفَرَ اللهَ مِنْهُ، وَرَجَعَ عَنْ قَرِيبٍ، فَإِنْ لَمْ يَفْعَلْ، كَانَ كَمَثَلِ التَّاجِرِ الَّذِي يُنْفِقُ، وَلَا يَحْسِبُ حَتَّى يُفْلِسَ وَلَا يَشْعُرُ،
‘কোন বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, তখন তার কর্তব্য হ’ল দিনের কাজ-কর্ম নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করবে। যদি কোন ভাল কাজ করে থাকে, তবে এর জন্য আল্লাহর প্রশংসা করবে। আর যদি কোন পাপ করে থাকে, তাহ’লে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং
সেই পাপ থেকে অতিসত্বর তওবা করে ফিরে আসবে। যদি সে চিন্তা-ভাবনার এই কাজটি না করতে পারে, তবে তার তুলনা হ’ল সেই ব্যবসায়ীর মতো, যে হিসাব না করে দেদারচে খরচ করে, অবশেষে নিজের অজান্তেই সর্বস্বান্ত হয়ে যায়’।
•| | আবূল লায়েস সামারকান্দি, তাম্বীহুল গাফেলীন, পৃ. ৭৫২