পৃথিবী বদলে দিতে কী লাগে?

পৃথিবী বদলে দিতে কী লাগে?


পৃথিবী বদলে দিতে কী লাগে?

অর্থ? সৈন্য? অস্ত্র?

সততা? উদারতা? ভালো আচরণ?

এর সবই আসলে সম্পূরক।

পৃথিবীকে বদলে দিতে সবার আগে চাই সাহস!

হ্যাঁ, একজন নশ্বর দুর্বল মানুষও তার সাহস দিয়ে শুরু করতে পারে দুনিয়া পাল্টে দেওয়ার স্ফুলিঙ্গ। বিশ্বাস হচ্ছে না?

কী হতো যদি আমাদের প্রিয় নবীজি (সা) কুরাইশদের গুম খুনের ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার না করতেন? কী হতো যদি আবু বকর (রা) দৃপ্ত কণ্ঠে নবীজির ওফাতের পরপরই ওসামার বাহিনীকে যুদ্ধে পাঠানোর ঘোষণা না দিতেন?

পৃথিবী তো বদলে গিয়েছিল যখন ১০ বছরের এক শিশু অকপটে ইসলাম কবুল করে নেয়।

পৃথিবী বদলে গিয়েছিল যেদিন ঘুমের মাঝেই খুন হয়ে যাওয়ার শঙ্কা মাথায় নিয়েও কাফেরদের ধোঁকা দিতে নবীজির বিছানায় শুয়ে ছিলেন ইসলাম গ্রহণকারী সেই প্রথম শিশু, আলী (রা)।

পৃথিবী বদলে গিয়েছিল যেদিন বদরের ময়দানে কুরাইশ কাফেরদের মল্লযুদ্ধের আহবানে সাড়া দিয়ে এগিয়ে যান যুলফিকারের অধিকারী আলী, রাদিয়াল্লাহু আনহু।

তাই সমাজ, রাষ্ট্র কিংবা পৃথিবীকে বদলে দিতে হলে আমাদের অন্তরে সাহসকে জাগিয়ে তুলতে হবে। আর সাহসের পাঠ নেবার জন্য আলীর জীবনের চেয়ে ভালো সবক আর কী আছে! 

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.