ভালোবাসা নিয়ে নির্মোহ পর্যালোচনা করা হয়েছে এমন বই বাংলা ভাষায় একেবারেই অপ্রতুল।কেননা ইতোপূর্বে যারাই ভালোবাসা নিয়ে বই লিখেছেন তাদের বেশিরভাগই ভালোবাসাকে হাজির করেছেন একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে।ভালোবাসার বাকি ধারণাগুলো তারা যাচাই-বাছাইয়ের নূন্যতম প্রয়াস চালান নি।এইদিক থেকে বইটা সম্পূর্ণ ব্যতিক্রম।
কেননা এতে ভালোবাসার সংজ্ঞাগুলো বিচার-বিশ্লেষণ,তথ্য-উপাত্ত এবং বৈজ্ঞানিক গবেষণা ও দার্শনিক দৃষ্টিকোণগুলো একত্রে সন্নিবেশিত করে ভালোবাসার স্বরূপ উন্মোচনের প্রয়াস চালানো হয়েছে।ফলে অন্য অনেক সংজ্ঞার চেয়ে বইটিতে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ভালোবাসার সত্যিকার ভিউ উঠে এসেছে।
ভালোবাসা নিয়ে মানুষের আগ্রহ কোনকালেই কমতি ছিল না,একালেও নেই,ভবিষ্যতেও হয়ত থাকবে না।তবে একথা অস্বীকারের সুযোগ নেই যে,এসব আগ্রহের কিছু অংশে মিশে আছে মোহ,কামনা ইত্যাদি শব্দগুলোও।ভালোবাসার ডিকশনারি থেকে এগুলো কে ঝেটিয়ে বিদায় দেয়া কোনকালেই সম্ভবপর ছিল না।হ্যা,অবশ্য নিয়ন্ত্রণ,পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতা এবং অনুভূতি ভাগাভাগি এসব ছাড়া কোন ভালোবাসাই দীর্ঘস্হায়ী হয়না।
যুগের মিডিয়াগুলো আমাদের কাছে ভালোবাসার নামে মূলত সত্যিকার ভালোবাসকেই গোপন করে রাখতে চায়।তবে ভালোবাসা কি?কোনটা ভালোবাসা আর কোনটা সাময়িক মোহ?কিভাবে বুঝা যাবে কেউ আমাকে সত্যিই ভালবাসে কিনা?জাস্ট একটা দিনের আমোদ-ফূর্তিতে কি সত্যিই সারাজীবনের ভালোবাসা নির্ধারিত হয়ে যায়?ভালোবাসা কি দিনের আলোর মতই; গগনবিদায়ী সূর্যের পর যাতে কালো অন্ধকার নেমে আসে?নাকি ভালোবাসা ভিন্ন কিছু?নাকি ভালোবাসা সেটা যা শত প্রতিকূলতায়ও ম্লান হয়না,ফুল হয়ে ফুটে সাময়িক জৌলুশ দেখিয়ে আবার ঝড়ে পড়ে না?
বইঃ আকাশের ওপারে আকাশ
লেখকঃ লস্ট মডেস্টি
প্রকাশকঃ ইলমহাউজ পাবলিকেশন