Kafer footballer

কাফের ফুটবলারদের ভালোবাসা যাবে?

শায়খ সুলাইমান আল-আলওয়ান হাফিজাহুল্লাহ এ বিষয়ে ফাতোয়া দিয়েছিলেন

তিনি বলেন ভালোবাসা তিন প্রকার:

প্রথম প্রকার ভালোবাসা হচ্ছে প্রকৃতিগত ভালবাসা

যেমন কোনো একজন ব্যক্তি তার কা*ফের সহপাঠীর প্রতি ভালোবাসা প্রকাশ করা অথবা সন্তান যে ইসলাম গ্রহণ করেছে তার কাফের বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করা এটা হচ্ছে প্রকৃতিগত। এটা বৈধ: যেহেতু একজন পুরুষ কিতাবি অর্থাৎ ইহুদী-খ্রিস্টানকে বিয়ে করতে পারে সুতরাং সে যখন তাকে ভালোবাসে এটাকে প্রকৃতিগত ভালোবাসা বলা হবে।

দ্বিতীয় প্রকার ভালোবাসা হচ্ছে কোন কাফেরকে প্রশংসা করার মতো করে ভালোবাসা। যেমন: কাফের খেলোয়াড়দের তাদের খেলার জন্য ভালোবাসা। এমন ভালোবাসা হচ্ছে "হারাম" এটি একই প্রাকৃতিকত ভালোবাসা নয়, যে এই ভালোবাসাকে সহজ জাত ভালোবাসা থেকে প্রকাশ করে সে প্রকৃতপক্ষে গোমরাহীর মধ্যে আছে। কারন সে তাকে প্রকৃতিগত ভালোবাসে না সে ভালোবাসে তার খেলা অথবা পা চাটা অথবা অন্য কোন প্রশংসার জন্যই।

তৃতীয় প্রকার ভালোবাসা হচ্ছে তার ধর্ম বা আকিদার কারণে ভালোবাসা। এ বিষয়ে সবাই একমত যে এমন কারণে যদি কেউ ভালোবাসে তাহলে এই লোকটা কাফিরে পরিণত হবে।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.