মৃত্যুর পরও যেসব আমলের নেকি পাওয়া যাবে

মৃত্যুর পরও যেসব আমলের নেকি পাওয়া যাবে


রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিনের মৃত্যুর পর তার আমল ও নেক কাজগুলো থেকে নিশ্চিতভাবে যা এসে তার সাথে মিলিত হয় (অর্থাৎ, মৃত্যুর পরও যেসব কাজের নেকি সে পায়) তা হলো: যে ইলম (দ্বীনি জ্ঞান) সে (মানুষকে) শিখিয়েছে এবং প্রচার করেছে; যে নেক সন্তান সে রেখে এসেছে; কুরআনের যে মুসহাফ (কপি) সে মিরাসরূপে ছেড়ে এসেছে; অথবা যে মসজিদ সে নির্মাণ করেছে; কিংবা যে ঘর সে মুসাফিরদের (বিশ্রামের) জন্য তৈরি করেছে; অথবা যে পানির নালা সে (সেচ বা অন্য উপকারের উদ্দেশ্যে) প্রবাহিত করে গেছে; অথবা যে সাদাকাহ সে নিজের মাল থেকে তার সুস্থ ও জীবিতাবস্থায় বের (দান) করে গেছে। (এসবের সওয়াব) তার মৃত্যুর পরও তার সাথে এসে মিলিত হবে।” [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ২৪২; ইমাম বাইহাকি, শু‘আবুল ঈমান: ৩৪৪৮; শায়খ আলবানি, সহিহুত তারগিব: ১০৭; হাদিসটি সহিহ]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘জান্নাতে কোনো কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সে বলবে, ‘আমার মর্যাদা বাড়লো কেমন করে?’ তখন তাকে বলা হবে, তোমার সন্তান তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছে, (তাই)।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৩৬৬০; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ১০৯৮; হাদিসটি সহিহ] 

অন্য একটি হাদিসে এসেছে, ‘‘যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়; কেবল তিনটি ব্যতীত—(এক) সদাকাহ্ জারিয়াহ (এমন দান, যা চলমান থাকে); (দুই) এমন জ্ঞান, যা মানুষকে উপকৃত করে এবং, (তিন) নেককার সন্তান, যে তার জন্য দু‘আ করে।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ১৬৩১]

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “একজন মুসলিম যখন কোনো গাছ লাগায় অথবা ফসল বোনে, অতঃপর  সেখান থেকে কোনো পাখি, মানুষ বা পশু (তার ফল, ফসল ইত্যাদি) খায়, তখন তা তার পক্ষ থেকে সদাকাহ হয়ে যায়।” [ইমাম বুখারি, আস-সহিহ: ২৩২০; ইমাম মুসলিম, আস-সহিহ: ৩৮৬৫]

রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার উম্মু মা’বাদ (রা.)-এর দেয়ালের ভেতরে (বাগানে) ঢুকলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ‘‘হে উম্মু মা’বাদ! এই গাছ কে লাগিয়েছে? কোনো মুসলিম ব্যক্তি না কোনো কাফির?’’ তিনি বললেন, ‘মুসলিম।’ নবিজি বললেন, ‘‘কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, আর মানুষ অথবা কোনো প্রাণী কিংবা পাখি সেখান থেকে কিছু খায়, তবে কিয়ামতের দিন পর্যন্ত তা তার জন্য সদাকাহ হিসেবে থাকবে।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৩৮৬৩]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘কোনো মুসলিম গাছ রোপন করলে, তা থেকে যা কিছু খাওয়া হয় তা তার জন্য সদাকাহ; যা কিছু চুরি হয় তাও সদাকাহ; বন্য জন্তু যা খেয়ে নেয় সেটিও সদাকাহ; পাখি যা খেয়ে নেয় তাও সদাকাহ এবং কেউ এর ক্ষতি করলে, সেটিও তার জন্য সদাকাহ।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৩৮৬০]

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.