সৌদি আরবে উঁচু স্বরে কথা বললে ১০০ রিয়াল জরিমানা !!

সৌদি আরবে উঁচু স্বরে কথা বললে ১০০ রিয়াল জরিমানা !!

এখন থেকে সৌদি আরবে পাবলিক প্লেসে কেউ যদি উঁচু স্বরে কথা বলেন, তবে তাকে ১০০ রিয়াল জরিমানা করা হবে। অর্থাৎ, কোন ব্যক্তি উঁচু স্বরে কথা বলার কারণে যদি উক্ত স্থানে থাকা অন্যান্য ব্যক্তিদের অসুবিধা হয়, তবে অভিযুক্তকে ১০০ রিয়াল জরিমানা করা হবে।

সৌদি আরবে উঁচু স্বরে কথা বললে ১০০ রিয়াল জরিমানা !!


সৌদি ডেকোরাম সোসাইটি এর ভাইস প্রেসিডেন্ট খালেদ আবদুল করিম জানিয়েছেন, মন্ত্রীসভা কর্তৃক নেয়া সিদ্ধান্ত মোতাবেক যদি কোন ব্যক্তি এখন থেকে পাবলিক কোন স্থানে উঁচু স্বরে কথা বলে বা এমন কোন আচরণ করে যা অন্যান্যদের জন্য ক্ষতিকর বা অসুবিধাজনক, তবে অভিযুক্ত ব্যক্তিকে ১০০ রিয়াল জরিমানা করা হবে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদি আরবে অবস্থিত সকলকেই শালীন পোশাক পরিধান করতে হবে, এবং রাস্তায় বা যেকোন পাবলিক স্থানে তারা কোনপ্রকার অশালীন শব্দের ব্যবহার করতে পারবেন না বা কোন অশালীন অঙ্গ ভঙ্গি করতে পারবেন না। 

এছাড়াও কেউ নির্দিষ্ট স্থান ছাড়া কোন ময়লা ফেলতে পারবেন না, থুথু ফেলতে পারবেন না, অনুমতি ছাড়া কারো ছবি তুলতে পারবেন না, এবং আজান ও নামাজ এর সময় গান শুনতে পারবেন না। এসকল অপরাধ এর জরিমানা ৫০ রিয়াল থেকে ৬ হাজার রিয়াল পর্যন্ত ধার্য করা হয়েছে।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.