একজন পুরুষের চিঠি হাজারো নারীর উদ্দেশ্যে

আপু, আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার just friend best friend বা এমন কিছু। এবং আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলাফেরা করেন।

কোনো এক যাত্রায় হয়তো আমি আপনার পিঠের বা ঘাড়ের কালো তিল টা দেখে ফেলতে পারি। আর আপনার পিঠের তিল আমার অন্তরে গেঁথে থাকতে পারে আজীবন। 

হয়তো কোনো একদিন স্ত্রীর সাথে মনোমালিন্যের পর মনে পড়ে যেতে পারে just friend  এর সেই পিঠের তিল এর কথা। কিন্তু আমার প্রতি আপনার অগাধ বিশ্বাস। আমি আপনার দিকে বদনজর দিব না।

কথাবার্তার মাঝে আপনার দেওয়া মুচকি হাসি আমার আমাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। চোখ বন্ধ করলেই ভেসে উঠতে পারে আপনার সেই মুচকি হাসি। 

কোনো এক আড্ডার আসরে হঠাৎ আপনার বুকের ওড়না সরে গেলে আমার চোখ পড়তে পারে আপনার বক্ষদেশে। আমি হয়তো দেখেও না দেখার ভান করে থাকব। সেটা আপনি বুঝবেনই না।

আমি তো ছেলে ভাল। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি দিব না। এটা আপনার বিশ্বাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার মনে পড়তে পারে আপনার ওড়না সরে যাওয়ার দৃশ্যটা। 

একসাথে চলার মাঝে আপনার হাত পা বা মুখমন্ডলের সৌন্দর্য আমার মনে গেঁথে যেতে পারে। আপনাকে বিদায় জানানোর পর আমি দেখে ফেলতে পারি পিছন থেকে আপনার হাঁটার দৃশ্য। আমি একাকী থাকলে বার বার চিন্তায় আসতে পারে আপনার পিছনের দৃশ্যটা।

আপু, আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার just friend best friend বা এমন কিছু। এবং আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলাফেরা করেন।  কোনো এক যাত্রায় হয়তো আমি আপনার পিঠের বা ঘাড়ের কালো তিল টা দেখে ফেলতে পারি। আর আপনার পিঠের তিল আমার অন্তরে গেঁথে থাকতে পারে আজীবন।   হয়তো কোনো একদিন স্ত্রীর সাথে মনোমালিন্যের পর মনে পড়ে যেতে পারে just friend  এর সেই পিঠের তিল এর কথা। কিন্তু আমার প্রতি আপনার অগাধ বিশ্বাস। আমি আপনার দিকে বদনজর দিব না।  কথাবার্তার মাঝে আপনার দেওয়া মুচকি হাসি আমার আমাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। চোখ বন্ধ করলেই ভেসে উঠতে পারে আপনার সেই মুচকি হাসি।   কোনো এক আড্ডার আসরে হঠাৎ আপনার বুকের ওড়না সরে গেলে আমার চোখ পড়তে পারে আপনার বক্ষদেশে। আমি হয়তো দেখেও না দেখার ভান করে থাকব। সেটা আপনি বুঝবেনই না।   আমি তো ছেলে ভাল। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি দিব না। এটা আপনার বিশ্বাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার মনে পড়তে পারে আপনার ওড়না সরে যাওয়ার দৃশ্যটা।   একসাথে চলার মাঝে আপনার হাত পা বা মুখমন্ডলের সৌন্দর্য আমার মনে গেঁথে যেতে পারে। আপনাকে বিদায় জানানোর পর আমি দেখে ফেলতে পারি পিছন থেকে আপনার হাঁটার দৃশ্য। আমি একাকী থাকলে বার বার চিন্তায় আসতে পারে আপনার পিছনের দৃশ্যটা।  আমরা পুরুষ জাতি খুব বেশি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে থাকি। না চাইতেও আপনার সম্পর্কে অনেক চিন্তা চলে আসে। হয়তো আপনার কোনো ক্ষতি করি না। কিন্তু মাঝে মাঝে এসব খন্ডচিত্রগুলো অন্তরে উঁকি দেয়। আর এখান থেকেই কু-প্রবৃত্তির জন্ম হয়।   এখন আপনি ঠিক করেন কি করবেন। আমার সাথে মিশে আমার নফস কে আপনার ছবিগুলো উপহার দিবেন নাকি একান্ত প্রয়োজন ছাড়া আমার থেকে দূরে থেকে নিজেকে আমার কল্পনা থেকে নিরাপদ রাখবেন। সিদ্ধান্ত আপনার।  আপু, সবশেষে একটি কথা। কখনো কোনো পুরুষ এর উপর অগাধ বিশ্বাস রাখবেন না। বিশেষ করে নন মাহরাম এর উপর। মনে রাখবেন, যেই পুরুষ আপনাকে নীল শাড়ী তে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে।  উপরের কথাগুলো বিশ্বাস না হলে মেন'স সাইকোলজি নিয়ে, এই বিষয়ক সার্ভে গুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনার কলিজার বন্ধুটিকেও জিজ্ঞেস করতে পারেন(যদি সে সত্যবাদী হয়)।   রবের দিকে ফিরে আসুন তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জীবনে কোন কাজ আঞ্জাম দিতে তখন কোন ভাই-বন্ধুকে আর প্রয়োজন পড়বে না৷ আপনার রব্ব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।  আলহামদুলিল্লাহ আজ এক বছর+ আমি হাতে গোনা দুই চারজন ভাই বন্ধু থেকেও মুক্ত। আর রবের  সকল নিয়ামতে সিক্ত আমি। ফিরেই দেখুন না একবার!!!    "যখন আল্লাহ কোনো বান্দাকে  ভালোবাসেন তখন তাকে দুনিয়াদারী থেকে ঠিক সেইরুপ বাঁচিয়ে নেন; যেইরুপ তোমাদের কেউ তার  রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখো"(তিরমিযী ২০৩৬,হাকেম ৭৭৬৪)

আমরা পুরুষ জাতি খুব বেশি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে থাকি। না চাইতেও আপনার সম্পর্কে অনেক চিন্তা চলে আসে। হয়তো আপনার কোনো ক্ষতি করি না। কিন্তু মাঝে মাঝে এসব খন্ডচিত্রগুলো অন্তরে উঁকি দেয়। আর এখান থেকেই কু-প্রবৃত্তির জন্ম হয়।

এখন আপনি ঠিক করেন কি করবেন। আমার সাথে মিশে আমার নফস কে আপনার ছবিগুলো উপহার দিবেন নাকি একান্ত প্রয়োজন ছাড়া আমার থেকে দূরে থেকে নিজেকে আমার কল্পনা থেকে নিরাপদ রাখবেন। সিদ্ধান্ত আপনার।

আপু, সবশেষে একটি কথা। কখনো কোনো পুরুষ এর উপর অগাধ বিশ্বাস রাখবেন না। বিশেষ করে নন মাহরাম এর উপর। মনে রাখবেন, যেই পুরুষ আপনাকে নীল শাড়ী তে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে।

উপরের কথাগুলো বিশ্বাস না হলে মেন'স সাইকোলজি নিয়ে, এই বিষয়ক সার্ভে গুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনার কলিজার বন্ধুটিকেও জিজ্ঞেস করতে পারেন(যদি সে সত্যবাদী হয়)। 

রবের দিকে ফিরে আসুন তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জীবনে কোন কাজ আঞ্জাম দিতে তখন কোন ভাই-বন্ধুকে আর প্রয়োজন পড়বে না৷ আপনার রব্ব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।

আলহামদুলিল্লাহ আজ এক বছর+ আমি হাতে গোনা দুই চারজন ভাই বন্ধু থেকেও মুক্ত। আর রবের  সকল নিয়ামতে সিক্ত আমি। ফিরেই দেখুন না একবার!!!

"যখন আল্লাহ কোনো বান্দাকে  ভালোবাসেন তখন তাকে দুনিয়াদারী থেকে ঠিক সেইরুপ বাঁচিয়ে নেন; যেইরুপ তোমাদের কেউ তার  রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখো"(তিরমিযী ২০৩৬,হাকেম ৭৭৬৪)

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.