মুহররমের বিদ'আত ও শরিয়া বিরোধী কার্যক্রম

মুহররমের বিদ'আত ও শরিয়া বিরোধী কার্যক্রম

মুহররম মাস-বিশেষ করে এ মাসের ১০ তারিখে (আশুরার দিন) শি*য়া-রাফেযি সম্প্রদায় কর্তৃক অনেক বাড়াবাড়ি, হিংসাত্মক এবং নানা ধরণের শরীয়ত বহির্ভূত/বিদআতি কার্যক্রম পালিত হয়ে থাকে। 

📍নিম্নে এ ধরণের কতিপয় কার্যক্রম তুলে ধরা হল:

১★হুসাইন রা. এর শাহাদাতকে কেন্দ্র করে তাঁর প্রতি মিথ্যা সমবেদনার প্রকাশ হিসেবে গালে চপেটাঘাত করা, বুক থাপড়ানো, শরীর রক্তাক্ত করা, তলোয়ার বা ছুরির আঘাতে মাথা থেকে রক্ত প্রবাহিত করা, মাটিতে গড়াগড়ি করা, কান্নাকাটি করা, শরীরের পোশাক ছেঁড়া, নিজেকে নানাভাবে কষ্ট দেয়া ইত্যাদি।

২★কারবালা যুদ্ধের প্রতীক হিসেবে আশুরায় ‘লাঠি খেলা’র আয়োজন করা।

৩★মুহররমের ১০ তারিখে শোক দিবস পালন করা।

৪★হুসাইন রা. এর প্রতীকী কবর তৈরি করে তা সুসজ্জিত করা বা তাতে সম্মান করা।

৫★কালো পতাকা নিয়ে তাজিয়া মিছিল করা এবং তাতে পানি বিতরণ করা।

৬★মুহররমের দশ তারিখে কালো জামা-কাপড় পরিধান করা।

৭★মুহররম উপলক্ষে গান-বাদ্য, কাওয়ালি, জারি, সারি, মর্সিয়া বা পালা গানের আসর বসানো।

৮★হুসাইন রা. এর মৃত্যুতে শোক পালনার্থে মুহররমের প্রথম দশ দিন গোস্ত, মাছ, ডিম ইত্যাদি খাওয়া, বিয়াশাদী করা বা দেয়া থেকে বিরত থাকা।

৯★এ উপলক্ষে মুহররমের প্রথম দশ দিন মাটিতে ঘুমানো।

১০★কারবালার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা কিচ্ছা-কাহিনী বর্ণনা করে ফেতনার আগুন উসকিয়ে দেয়া এবং পূর্ব যুগের বিভিন্ন নিরপরাধ মানুষের প্রতি অভিশাপ দেয়া।

⛔এ কাজগুলো মূলত পথভ্রষ্ট শি*য়া সম্প্রদায়ের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে আর অনেক অজ্ঞ মুসলিম না জানার কারণে তাদের সাথে এ সব কার্যক্রমে অংশ গ্রহণ করে!

আল্লাহ তা'আলা মুসলিম উম্মাহকে সকল ফিতনা-ফ্যাসাদ থেকে হেফাজত করুন। আমীন।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.