সূরা ফাতিহার ফজিলত

ভয়ংকর আত্মা কেঁপে উঠার কাহীনী

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আল্লাহ তা‘আলা বলেনঃ আমি সালাতকে আমার ও আমার বান্দার মাঝে দু’ভাগে ভাগ করেছি, আমার বান্দার জন্য সে যা চাইবে।

বান্দা যখন বলেঃ

﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ﴾
“সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব”।‎আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করেছে।

বান্দা যখন বলেঃ
﴿ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ﴾

“দয়াময়, পরম দয়ালু”।আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণগান করেছে।


বান্দা যখন বলেঃ
﴿مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ﴾
“বিচার দিবসের মালিক”। আল্লাহ বলেনঃ ‎আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে।
(একবার বলেছেনঃ আমার বান্দা তাকে আমার ওপর ন্যাস্ত করেছে),


বান্দা যখন বলেঃ
﴿إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ﴾

“আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই ‎নিকট আমরা সাহায্য চাই”। ‎আল্লাহ বলেনঃ এটা আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দার জন্য যা সে চাইবে।

যখন বান্দা বলেঃ
﴿ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ٦ صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ٧ ﴾

[الفاتحةঃ  1، 7] 

“আমাদেরকে সরল পথের হিদায়াত ‎দিন তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ‎যাদেরকে নিয়ামত দিয়েছেন। যাদের উপর ‌‎(আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা ‎পথভ্রষ্টও নয়”।‎আল্লাহ বলেনঃ এটা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য যা সে চাইবে”।

সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ১৩৫
হাদিসের মান: সহিহ হাদিস

☘️সূরা ফাতিহা এখন থেকে মনযোগ সহকারে পড়ব ইন শা আল্লাহ, কারণ আল্লাহ উত্তর দেন।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.