বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক কোনটি?

বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক কোনটি?

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

৩০ জুন ২০২২, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ স্বীকৃতি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন। 

বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক কোনটি?

টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে। সাসটেইনেবল রেটিং-২০২১ এ বাংলাদেশের মোট ১০টি বেসরকারি ব্যাংক এ স্বীকৃতি পেলো।

ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন সরকার ঘোষিত ২.৫% নগদ প্রণোদনা।

ইসলামী ব্যাংকের এসএমএস রেজিস্ট্রেশন প্রক্রিয়া

ইসলামী ব্যাংকের এসএমএস সার্ভিসে রেজিস্ট্রেশন (প্রথম বার) করুন। আপনার রেজিস্টার্ড নম্বরটি গ্রামীণ ফোন হলে ১৬২৫৯, অন্যান্য অপারেটর হলে ২৬৯৬৯ এবং বিদেশ থেকে +8801714006969 নম্বরে এসএমএস পাঠান। 

একাউন্ট ব্যালেন্স জানতে লিখুন IBB BAL

মিনি স্টেটমেন্ট চেক করতে লিখুন IBB STM

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.