সিকিউরিটি কী ও কেন?

সিকিউরিটি কী ও কেন?, Abir Hosen, আবির হোসেন,

সিকিউরিটি কী ও কেন?

ব্যবসায়িক ক্ষেত্রে সিকিউরিটি বলতে বুঝানো হয় নিরাপত্তার ক্ষেত্রে যে জামানত রাখা হয়। অর্থাৎ ঋণগ্রহীতা তার ঋণকৃত অর্থ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতা যে সম্পদ বা সম্পদসমূহের আশ্রয় নিতে পারেন সেটিই সিকিউরিটি। জামানত হতে পারে স্থাবর-অস্থাবর সম্পত্তি, এমনকি আর্থিক সম্পদও। 

সিকিউরিটি কী ও কেন

এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটি বলতে বোঝানো হয়েছে বাজারযোগ্য আর্থিক হাতিয়ারসমূহকে অর্থায়নের ক্ষেত্রে সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। কারণ, এখানে মূলধনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট আর্থিক ঘটনা হলো সিকিউরিটি। 

এখানে দলিলের মাধ্যমে মূলধনের দায়-দেনা স্বীকার করে নেওয়া হয়। পরিশেষে বলা যায় যে, যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠনের মূলধন সংগ্রহের হাতিয়ার হচ্ছে সিকিউরিটি। 

যেমন— সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার, ট্রেজারি বিল, ডিবেঞ্চার, ওয়ারেন্ট, মিউচুয়্যাল ফান্ড, বাণিজ্যিক | কাগজ, বন্ড ইত্যাদি ।

Read Also :

Getting Info...

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.