আমাদের আইডল কারা?
যেখানে যায় দেখি শুধু অমুক আমার আইডল,তমুক আমার মেনটর। আসলেই এই আইডল আর মেনটর জিনিসটা কি। মূলত আমি যতটুকু জানি ভালো পরামর্শ যারা দেয় তাদের মেনটর বলে। এবার আসি মূলকথায় যাদের আইডল আর মেনটর মানেন,তারা কি সত্যিকারে ভালো পরামর্শ দেয়,আল্লাহ স্বরন করিয়ে দেয় নাকি উল্টো আল্লাহ কাছ থেকে দূরে নিয়ে যায়। যেমন ধরুন সেলিব্রিটি, গায়ক-গায়িকা যেটার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে....কিয়ামতের আলামত। প্রত্যেক ঘরে সিংগার এখন। ওরা কেমনে কারো মেনটর হতে পারে মাথায় ডুকে না।

ওদের কাছ থেকে ভালো শেখার আছে কী?
আর আইডল ও মেনটর তো তাদের বানানো উচিৎ যাদের কাছ থেকে আমরা শিখতে পারি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কে সন্তুষ্ট করা যায় । আর যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায় তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ট মানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একমাত্র আইডল তো আমাদের রসূল।
রসূলের জীবনি পড়লে আমরা বুঝতে পারি খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রত্যাহিক কাজ কিভাবে করতে হয়, মা-বাবা, ছেলে-মেয়ে,স্বামী-স্ত্রী,আত্নীয়-স্বজন,পাড়া-প্রতিবেশি,বন্ধুদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা জানা যায়,যা বর্তমানে যাদের মেনটর বলেন ওদের মধ্যে ২% আছে কিনা সন্দেহ। এখন যাদের মেনটর বলে বলে চিল্লান, বিচার দিনে কেউ কাজে আসবেনা একমাত্র আমাদের প্রিয় নবী ছাড়া। সুতরাং এসব ফেলনা মেনটর দের বর্জন করুন যারা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কথা স্বরন করিয়ে দেয়না। দূরে থাকুন এদের থেকে।।
রাসূল (ছা)বলেছেন: তুমি যাদের কে ভালোবাস তাদের সাথেই তোমার কিয়ামত হবে।(বুখারী:৩৬৮৮)